Bengaliportal: DSSSB Recruitment 2022: প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া (Job Vacancy) শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
সম্প্রতি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Delhi Subordinate Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। প্রার্থীদের দিল্লি জল বোর্ড ও ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
DSSSB Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া (Job Vacancy) শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
DSSSB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১৬৮টি শূন্যপদ (Job Vacancy) রয়েছে বলে জানানো হয়েছে।
DSSSB Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট গ্রেড-I- ৬টি পদম্যানেজার- ৪০টি পদশিফট ইনচার্য- ৮টি পদপ্রোটেকশন অফিসার- ২৩টি পদডেপুটি ম্যানেজার- ৩টি পদপাম্প ড্রাইভার/ফিটার ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক ড্রাইভার/মোটরম্যান/ইলেকট্রিক মিস্ত্রি/এসবিও- ৬৮টি পদফিল্টার সুপারভাইজার- ১৮টি পদব্যাকটিরিওলজিস্ট- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:সংস্থা: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (Delhi Subordinate Services Selection Board)
আবেদন ফিআবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে মহিলা আবেদনকারী, তফসিলি জাতি, তফসিল উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।
আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে DSSSB-এর ওয়েবসাইটে dsssbonline.nic.in যেতে হবেতারপর নতুন রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবেওয়েবসাইটে লগ ইন করে নির্বাচিত পদের জন্য আবেদন করতে হবেআবেদনপত্র পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবেআবেদন ফি জমা দিতে হবেআবেদনের ফর্ম জমা দিতে হবেপ্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৯ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।