[ad_1]
নিজস্ব প্রতিবেদন : শুক্রবার সাত সকালে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় এডি। এরপর পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর সন্ধ্যায় জানা যায়, মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি কোটি ২১ লক্ষ টাকা, ২০টি বহু মূল্যবান স্মার্টফোন, ৫৬ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না, ৮টি সম্পত্তির দলিল ইত্যাদি।
ঘটনার পর শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করার পাশাপাশি গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাকে নিয়ে মুখ খুললেন তার মা মিনতি মুখোপাধ্যায়। তাদের থেকেই জানা গিয়েছে অর্পিতার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তিনি দীর্ঘ কয়েক বছর আগেই মারা যান।
অর্পিতার মা মিনতি মুখোপাধ্যায় জানিয়েছেন, তার মেয়ে অর্পিতা মাঝে মধ্যেই বাড়িতে আসতেন। সে বরাবর বাইরে কাজ করেছেন। সিরিয়াল করেছেন, সিনেমায় কাজ করেছেন, প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত। ওর বাবা কেন্দ্রীয় সরকারি চাকরি করতেন। সেই চাকরিটা অর্পিতারই পাওয়ার কথা ছিল। কিন্তু, তা নেয়নি। বহুদিন সেই কাজ রিজার্ভ ছিল। কিছুতেই কাজটা করেন নি।
অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে তার মা জানিয়েছেন, তিনি সব সত্যি বিষয়টি জানেন না। আগে তিনি সত্যিটা জানতে চান এবং তারপর সেই মতো ব্যবস্থা গ্রহণ করবেন। তবে অর্পিতা যে তার মায়ের কথায় কোনভাবেই চলতেন না সে কথা স্পষ্টভাবেই জানিয়েছেন মিনতি মুখোপাধ্যায়। মিনতি মুখোপাধ্যায় জানিয়েছেন, “আমার কথা শুনলে আমি তো বিয়েই দিয়ে দিতাম। আজকালকার ছেলেমেয়েরা কি কথা শোনে!”
অন্যদিকে অর্পিতা মুখোপাধ্যায় যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সেই বিষয়ে মিনতি মুখোপাধ্যায় কি জানেন তা নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মিনতি দেবী জানান, এই বিষয়ে তার কিছু জানা নেই। তিনি শুধু একটি বিষয়ই জানেন, সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন অর্পিতা।
[ad_2]