ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জেলাশাসক অফিসে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ আবেদন করুন – Recruitment Of Staff In District Magistrate Office

Recruitment Of Staff In District Magistrate Office
Recruitment Of Staff In District Magistrate Office
Rate this post

[ad_1]

জেলাশাসক অফিসে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ আবেদন করুন – Recruitment Of Staff In District Magistrate Office

Recruitment Of Staff In District Magistrate Office: ধীরে ধীরে মন্দা কাটিয়ে হাল ফিরছে চাকরির বাজারে। একাধিক জায়গায় তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সরকারি চাকরির অপেক্ষায় বসে থাকেন অনেকেই। তবে সঠিক সময়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জানতে না পেরে, সেই চাকরিগুলিতে আবেদন করার সুযোগ হাতছাড়া করে ফেলেন অনেকেই। আপনিও যদি সরকারি চাকরির অপেক্ষায় থাকেন, তবে আপনার জন্য রয়েছে ভাল খবর। রাজ্য সরকারের তরফে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে দার্জিলিংয়ের জেলাশাসকের অফিসের ট্রেজারি দফতরে কর্মী নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগ হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে চলছে নিয়োগ। ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর অবধি শূন্যপদগুলিতে আবেদন করা যাবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন-

  • কোথায় নিয়োগ– জেলাশাসক ও কালেক্টরেট অফিস
  • নিয়োগ পদ্ধতি– চুক্তিভিত্তিক
  • কর্মস্থল– দার্জিলিং

Recruitment Of Staff In District Magistrate Office শূন্যপদের সংখ্যা

দার্জিলিং জেলাশাসকের অফিসে ট্রেজারি বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি পদে। এরমধ্যে দার্জিলিং ট্রেজারিতে একটি শূন্যপদ রয়েছে। শিলিগুড়ির ১ নম্বর ট্রেজারিতে একটি ও শিলিগুড়ির ২ নম্বর ট্রেজারিতে ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।

Recruitment Of Staff In District Magistrate Office শিক্ষাগত যোগ্যতা

ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই স্নাতক হতে হবে যেকোনও সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে। পাশাপাশি তাদের অবশ্যই কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ‘ও’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে।

Recruitment Of Staff In District Magistrate Office বয়সসীমা

২০২২ সালের ২৯ সেপ্টেম্বর অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

[ad_2]

Leave a Reply