ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গ্যাসের ওভেনের নিয়মিত যত্ন নিলে সুরক্ষাও নিশ্চিত এবং খরচও কমবে

গ্যাসের ওভেনের নিয়মিত যত্ন নিলে সুরক্ষাও নিশ্চিত এবং খরচও কমবে
গ্যাসের ওভেনের নিয়মিত যত্ন নিলে সুরক্ষাও নিশ্চিত এবং খরচও কমবে
Rate this post

গ্যাস ছাড়া রান্নাঘর যেন মণিহারা ফণা।আর এই গ্যাসের ওভেন নিয়মিত যত্ন নিলে সুরক্ষাও নিশ্চিত হবে। আবার গ্যাসের খরচও কমবে।

গ্যাসের ওভেন যখন জ্বালাচ্ছেন প্রথমে খেয়াল রাখুন লাইটার দিয়ে চুলা জ্বালানোর সময় ‘ক্লিক’ করে একটা শব্দ হয় কিনা। সে সময় যদি কোনও শব্দ না শোনেন কিন্তু গ্যাসের গন্ধ পান, তাহলে বুঝবেন কোনও সমস্যা হয়েছে।

এমন হলে গ্যাস বন্ধ করে বার্নারক্যাপ সরিয়ে ফেলুন। তার পর ময়লা পরিষ্কার করে আবার গ্যাসের ওভেন ব্যবহার করুন।যদি দেখেন বার্নারে আগুনের শিখা মৃদু, তাহলে রান্না থামিয়ে গ্যাস বন্ধ করে দিন। এ বার গ্রেটস এবং বার্নার ক্যাপ সরিয়ে সাবান দিয়ে পরিষ্কার করুন।সব থেকে ভালো হয় যদি বেকিং সোডা ও ভিনেগার দিয়ে পরিষ্কার করেন। তাহলে রান্নাও ভাল হবে। গ্যাসের ওভেন অনেক দিন টেকসই হবে ও সুরক্ষাও দেবে।

Leave a Reply