ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কিছু ঘরোয়া উপায়ে আগাছার হাত থেকে পান নিষ্কৃতি

কিছু ঘরোয়া উপায়ে আগাছার হাত থেকে পান নিষ্কৃতি
কিছু ঘরোয়া উপায়ে আগাছার হাত থেকে পান নিষ্কৃতি

বর্ষা আসার সাথে সাথেই বাড়ে আগাছার প্রকোপ।বাজারে আগাছা আটকাতে বেশ কিছু রাসায়নিক পাওয়া যায়। কিন্তু সেগুলো নিজেদের স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকেই।

কিন্তু ঘরোয়া উপায়ে এই আগাছার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। কী ভাবে সেটা জেনে নিন:

ভিনিগারের মিশ্রনসাড়ে : ৩ লিটার ভিনিগারের সঙ্গে ১ কাপ লবণ মিশিয়ে নিন। তাতে ১ চামচ বাসন মাজার তরল সাবান মেশান। আগাছা ভরা জায়গায় এই মিশ্রন স্প্রে করে দিন। দ্রুত সমস্যার হাত থেকে রেহাই পাবেন।তবে কোনো নরম গাছের গায়ে এই মিশ্রন দেবেন না। আগাছার মতো সেই গাছটিও মারা যাবে। আর রোদের মধ্যে এই স্প্রে করলে, তার কাজের ক্ষমতা বাড়ে।

খবরের কাগজ : এই পদ্ধতিতে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও আশঙ্কা নেই। আগাছা কাটার যন্ত্র থাকলে, তা দিয়ে প্রাথমিক এক দফা পরিষ্কার করে নিন। তার পরে ওই জায়গা খবরের কাগজে ঢেকে দিন। আলোর অভাবে আগাছা বাড়বে না তো বটেই, মরেও যাবে।

ফুটন্ত জল : আগাছার আশপাশে আপনার কোনো প্রিয় গাছ না থাকলে, ওই জায়গার মাটিতে ফুটন্ত জল ঢেলে দিন। আগাছার বীজগুলো নষ্ট হয়ে যাবে। নতুন করে আগাছা জন্মাবে না।

লেবুর রস: লেবুর রস আগাছা একেবারে সাফ করে দিতে পারে। কিন্তু বড় বাগানের আগাছা সাফ করতে লেবুর রসের ব্যবহার বিরাট খরচ সাপেক্ষ হয়ে যাবে। তবে ছোট জায়গার আগাছা সাফ করতে লেবুর রস স্প্রে করতে পারেন। আগাছার হাত থেকে দ্রুত মুক্তি পাবেন।

Leave a Reply