মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023 – WB Child Protection Unit Recruitment 2023: পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের জেলা শাসক (DM) অফিসে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023 – WB Child Protection Unit Recruitment 2023
মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
এক্ষেত্রে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি জমা করতে হবে।
WB Child Protection Unit Recruitment 2023 পদ
1. অফিসিয়াল ইন চার্জ
2. মাদার হাউস
WB Child Protection Unit Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রে দুই ধরনের পদের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন। মাদার হাউস পদের জন্য মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং অন্য পদের জন্য এলএলবি, মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে।
WB Child Protection Unit Recruitment 2023 মাসিক বেতন
মাদার হাউস পদের জন্য 14,564 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং অন্য পদের জন্য 33,100 টাকা।
WB Child Protection Unit Recruitment 2023 বয়সসীমা
এক্ষেত্রে মাদার হাউস পদের জন্য 21-40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং অন্যপদের জন্য 27-42 বছরের মধ্যে বয়স হতে হবে।
- আরও পড়ুন: স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারত পেট্রোলিয়ামে নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জল শক্তি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
WB Child Protection Unit Recruitment 2023 আবেদন জমা করার ঠিকানা
The Social Welfare Section, Officer of the District Magistrate, Nadia, Krishnagar, Pin – 741101
WB Child Protection Unit Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
07-08-2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
Important Links
Official Notice: Download
Official Website: Click Here