স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 – Vizag Steel Plant Apprentice Recruitment 2023: রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেডের মাধ্যমে বিশাখাপত্তনম স্টিল প্লান্টে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষানবিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 – Vizag Steel Plant Apprentice Recruitment 2023
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 পদের নাম
Apprentice Trainees
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 মোট শূন্যপদ
২৫০ টি। (B.E./ B.tech- ২০০ টি এবং Diploma- ৫০ টি)
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো MHRD NATS Portal রেজিস্টার্ড শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২১, ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষে B.E/ B.Tech বা Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 প্রশিক্ষণের সময়সীমা
উপরে উল্লেখিত ট্রেড গুলির জন্য ১ বছরের প্রশিক্ষণ দেওয়া হবে।
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 স্টাইপেন্ড
প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ৮০০০/- টাকা এবং ৯০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে www.mhrdnats.gov.in -এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এবং পর নিচে দেওয়া লিংকে ক্লিক করে Google Form পূরণ করতে হবে।
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারত পেট্রোলিয়ামে নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জল শক্তি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023 আবেদনের শেষ তারিখ
৩১/০৭/২০২৩
Official Notice: Download Now
Apply Now: Click Here