ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ – National Highway Authority Recruitment 2023: কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের অধীনস্থ NHAI অর্থাৎ National Highways Authority of India তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ – National Highway Authority Recruitment 2023
National Highway Authority Recruitment 2023 পদের নাম
- i) Deputy General Manager(Media Relation)
- ii) General Manager(Technical)
National Highway Authority Recruitment 2023 শূন্যপদ
i) Deputy General Manager: ১টি
ii) General Manager: ১১টি
National Highway Authority Recruitment 2023 বয়সসীমা
i) General Manager এর পদের জন্য কোনো বয়সসীমা নেই।
ii) Deputy General Manager এর পদের জন্য প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে ৫৬ বছরের মধ্যে।
National Highway Authority Recruitment 2023 বেতনক্রম
মাসিক বেতনক্রম হবে যথাক্রমে ৭৮,৮০০-২,০৯,২০০ টাকা এবং ১,২৩,১০০-২,১৫,৯০০ টাকা।
National Highway Authority Recruitment 2023 নিয়োগ প্রক্রিয়া
- i) Deputy General Manager পদে নিয়োগ করা হবে Deputation এর ভিত্তিতে।
- ii) General Manager পদে নিয়োগ করা হবে Promotion এর ভিত্তিতে।
National Highway Authority Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
- i) General Manager পদের কোনো শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা নেই।
- ii) Deputy General Manager পদের জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে হলে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখুন।
National Highway Authority Recruitment 2023 আবেদন প্রক্রিয়া
সংস্থার ওয়েবসাইটে (Website) গিয়ে নিজের সমস্ত দরকারি তথ্য সমেত আবেদন প্রক্রিয়া (Registration Process) সম্পন্ন করতে হবে প্রার্থীকে।
- আরও পড়ুন: ITBP কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জল শক্তি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
NHAI Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
আগামী ৩রা অগস্ট
Deputy General Manager পদের জন্য প্রার্থীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়(Address)।
National Highway Authority Recruitment 2023 নথি পাঠানোর শেষ দিন
আগামী ১০ অগস্ট।
Important Links
Official Website: Click Here
Official Notification: Download now