মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ – WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের জেলা আদালতে গ্রুপ- ডি কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে জেলা আদালতের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ – WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Office of the District Judge, Cooch Behar |
পদের নাম | বিশদ দেখুন |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অফলাইন (ইন্টারভিউ) |
আবেদনের শেষ তারিখ | ১৮ জুলাই, ২০২৩ |
স্থান | কোচবিহার |
অফিসিয়াল সাইট | districts.ecourts.gov.in/coochbehar |
মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ – WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023
১) WB District Judge Court Recruitment 2023 পদের নাম
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Bench Clerk পদে কর্মী নিয়োগ করা হবে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 মোট শূন্যপদ
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
বেঞ্চ ক্লার্ক পদে চাকরির জন্য আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা হতে হবে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ। সেইসঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 বেতন
বেতন সম্পর্কে জানতে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
২) WB District Judge Court Recruitment 2023 পদের নাম
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে দ্বিতীয় পদটি হলো: English Stenographer
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 মোট শূন্যপদ
এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি ইংরেজি টাইপিং এর ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই রিটায়ার্ড সরকারি কর্মচারী হতে হবে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 বেতন
বেতন সম্পর্কে জানতে এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
- আরও পড়ুন: ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় সেনায় শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ডায়নামিক্স লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আই আইই এসটি শিবপুরে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতার পোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরি
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে https://districts.ecourts.gov.in/coochbehar এই ওয়েবসাইটে গিয়ে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করে নিচের ঠিকানায় পোস্ট বা কুরিয়ার বা নিজে গিয়ে জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
The District & Sessions Judge, Cooch Behar, P.O. & District Cooch-Behar, PIN – 736101
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 প্রয়োজনীয় ডকুমেন্টস
- পূরণ করা আবেদনপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি
- বয়সের প্রমাণপত্র
- অভিজ্ঞতা সার্টিফিকেট
- নিজের পাসপোর্ট সাইজের ফটো, ইত্যাদি
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
WB District Judge Court Clerk and Stenographer Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১২.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৯.০৬.২০২৩ |
আবেদন শেষে | ১৮.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
আবেদনপত্র | Download Now |