ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ – NPCIL Apprentice Recruitment 2023

NPCIL Apprentice Recruitment 2023
NPCIL Apprentice Recruitment 2023

ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ – NPCIL Apprentice Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী NPCIL-তে শিক্ষানবিশ পদে যুক্ত হতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে Fitter, Electrician সহ আরো বিভিন্ন ট্রেডে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৫০ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করার জন্য কোন রকম আবেদন মূল্য লাগবেনা। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৮ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ – NPCIL Apprentice Recruitment 2023

নিয়োগ সংস্থাNuclear Power Corporation of India Limited (NPCIL)
পদের নামApprentice
মোট শূন্যপদ৫০ টি
বেতন (₹)৭,৭০০ – ৮,৮৫৫/-
চাকরির ধরনশিক্ষানবিশ
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটnpcilcareers.co.in

ভারতীয় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে কর্মী নিয়োগ – NPCIL Apprentice Recruitment 2023

NPCIL Recruitment 2023 পদের নাম

এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে যে সমস্ত ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করানো হবে, সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Fitter
  • Electrician
  • Electronic Mechanics

NPCIL Apprentice Recruitment 2023 মোট শূন্যপদ

NPCIL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫০ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

ট্রেডের নামশূন্যপদের সংখ্যা
Fitter২৫ টি
Electrician১৬ টি
Electronic Mechanics০৯ টি

NPCIL Apprentice Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড ITI ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে।

NPCIL Apprentice Recruitment 2023 বয়সসীমা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৪ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৪ বছর বয়সে মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ১৮ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী।

NPCIL Apprentice Recruitment 2023 বেতন

NPCIL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে ১ বছরের কোর্স করা আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৭,৭০০/- টাকা দেওয়া হবে এবং যে সমস্ত চাকরিপ্রার্থী ২ বছররে কোর্স করেছেন তাদের প্রতিমাসে ৮,৮৫৫/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

NPCIL Apprentice Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে Fitter, Electrician সহ আরো বিভিন্ন ট্রেডে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে www.npcilcareers.co.in ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

NPCIL Apprentice Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

NPCIL Apprentice Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

এখানে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অনলাইনে মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১৮ জুলাই ২০২৩

NPCIL Apprentice Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের শতাংশ ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। তারপরে ITI প্রাপ্ত নাম্বার সহ মাধ্যমিক পাসের প্রাপ্ত নম্বর ভিওিত করে প্রার্থী নির্বাচন করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

NPCIL Apprentice Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৭.০৬.২০২৩
আবেদন শুরু২৭.০৬.২০২৩
আবেদন শেষ১৮.০৭.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: npcilcareers.co.in

Leave a Reply