ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি – Jhargram District Judges Court Group D Recruitment 2023

Jhargram District Judges Court Group D Recruitment 2023
Jhargram District Judges Court Group D Recruitment 2023
Rate this post

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি – Jhargram District Judges Court Group D Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। রাজ্যে অবশেষে গ্রুপ ডি (Group D)পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কর্ম প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম পাশ বা তার সমতুল্য। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি – Jhargram District Judges Court Group D Recruitment 2023

Jhargram District Judges Court Group D Recruitment 2023 পদের নাম

সুইপার

Jhargram District Judges Court Group D Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম পাশ বা তার সমতুল্য। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলেও অগ্রাধিকার থাকবে।

Jhargram District Judges Court Group D Recruitment 2023 বয়সসীমা

এক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্নোচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে।

Jhargram District Judges Court Group D Recruitment 2023
নিয়োগ প্রক্রিয়া

যো সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে আগ্রহী তাদের নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। ইন্টারভিউ ও ডকুমেন্টস ভ্যারিফিকেশন করে নিয়োগ করা হবে।

Jhargram District Judges Court Group D Recruitment 2023 আবেদন পদ্ধতি

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে চাকরি করতে ইচ্ছুক তাদের সরাসরি ইন্টারভিউ এর দিন উপস্থিত হতে হবে। সংশ্লিষ্ট দিনে সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

Jhargram District Judges Court Group D Recruitment 2023 মাসিক সাম্মানিক 

এক্ষেত্রে প্রতিদিন অনুযায়ী কাজের সাম্মানিক দেওয়া হবে। প্রতিদিন 404 টাকা করে দেওয়া হবে।

Jhargram District Judges Court Group D Recruitment 2023 ইন্টারভিউ-র সময়

সকাল 10.30 মিনিটে সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। 12 টার পর কোনো প্রার্থীকে প্রবেশ করা যাবে না।

Jhargram District Judges Court Group D Recruitment 2023 ডকুমেন্টস

  • আবেদন পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
  • জাতিগত সংশয় পত্র
  • বয়সের প্রমাণ পত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • আধার বা ভোটার কার্ড
  • অন্যান্য

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Apply Here

Leave a Reply