ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023

ITBP Constable Recruitment 2023
ITBP Constable Recruitment 2023
Rate this post

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023: সম্প্রতি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনস্টেবল (ড্রাইভার) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023

সংস্থা:ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স
পদের নামকনস্টেবল (ড্রাইভার)
শূন্যপদের সংখ্যা৪৫৮
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৬.০৭.২০২৩

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Constable Recruitment 2023

ITBP Constable Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ITBP Constable Recruitment 2023 আবেদনের যোগ্যতা

স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড থেকে ন্যূনতম ম্যাট্রিকুলেশন পাশ করতে হবে। এছাড়াও হালকা, মাঝারি বা ভারী মোটর গাড়ির চালানোর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

ITBP Constable Recruitment 2023 বয়সসীমা

প্রার্থীদের বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।

ITBP Constable Recruitment 2023 বেতন

প্রার্থীদের মাসিক ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা বেতন দেওয়া হবে।

ITBP Constable Recruitment 2023 আবেদন ফি

প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। ডেবিট/ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা উপলব্ধ অন্য কোনও অপশন ব্যবহার করে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। এসসি/এসটি/প্রাক্তন চাকরিজীবী প্রার্থীদের ফি প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ITBP Constable Recruitment 2023 নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিকাল (স্কিল) টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে, পাশাপাশি এই ধরনের তথ্য ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।

ITBP Constable Recruitment 2023 আবেদন ফি

প্রার্থীদের ৪৫০ টাকা (এসসি/এসটি/পিডব্লুডি এবং প্রাক্তন-সার্ভিসম্যানের জন্য ৫০ টাকা) আবেদন ফি দিতে হবে।

ITBP Constable Recruitment 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৬.০৭.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply