স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে টার্গেট অলম্পিক পদিয়াম স্কিম (TOPS) এর অধীনে মোটা বেতনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৫৩ টি শূন্যপদে Manager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে।
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে ভারতের সমস্ত নাগরিক আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023
নিয়োগ সংস্থা | Sports Authority of India |
---|---|
পদের নাম | Manager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন। |
মোট শূন্যপদ | ৫৩ টি |
বেতন (₹) | ৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | sportsauthorityofindia.nic.in |
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023
Sports Authority of India Recruitment 2023 পদের নাম
এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর পক্ষ থেকে টার্গেট অলম্পিক পদিয়াম স্কিম (TOPS) এর অধীনে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Head (Research. Policy and Learning)
- Senior Lead (Policy and Learning)
- Manager (Communication)
- Lead (research)
- Manager (Athlete Relation)
- Manager (Partnership)
- Sports Associate
Sports Authority of India Recruitment 2023 মোট শূন্যপদ
SAI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫৩ টি শূন্যপদ রয়েছে। নিচে পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Head (Research, Policy and Learning) | ০১ টি |
Senior Lead (Policy and Learning) | ০১ টি |
Manager (Communication) | ০১ টি |
Lead (research) | ১৫ টি |
Manager (Athlete Relation) | ২৬ টি |
Manager (Partnership) | ০১ টি |
Sports Associate | ০৮ টি |
Sports Authority of India Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে Manager (Athlete Relation) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে MBA অথবা B.Tech কমপ্লিট করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Lead (research) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Tech অথবা B.E কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বাকি সমস্ত পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
Sports Authority of India Recruitment 2023 বয়সসীমা
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩২ বছর বয়সে মধ্যে হতে হবে।
Sports Authority of India Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৫,০০০/- টাকা থেকে শুরু করে ২,৬৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Head (Research Policy and Learning) | ১,৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/- |
Senior Lead (Policy and Learning) | ৮০,০০০/- থেকে ১,৪৫,০০০/- |
Manager (Communication) | ৫০,০০০/- থেকে ৭০,০০০/- |
Lead (Research) | ৬০,০০০/- থেকে ৮০,০০০/- |
Manager (Athlete Relation) | ৫০,০০০/- থেকে ৭০,০০০/- |
Manager (Partnership) | ৫০,০০০/- থেকে ৭০,০০০/- |
Sports Associate | ৪৫,০০০/- থেকে ৬০,০০০/- |
- আরও পড়ুন: ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: AIIMS -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনার বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় অর্থমন্ত্রকে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
Sports Authority of India Recruitment 2023 আবেদন পদ্ধতি
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে Manager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে ভালো ভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।
Sports Authority of India Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
SAI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০৫ জুলাই ২০২৩।
Sports Authority of India Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Sports Authority of India Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১২.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৫.০৬.২০২৩ |
আবেদন শেষ | ০৫.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here