ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023

Sports Authority of India Recruitment 2023
Sports Authority of India Recruitment 2023
Rate this post

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে টার্গেট অলম্পিক পদিয়াম স্কিম (TOPS) এর অধীনে মোটা বেতনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৫৩ টি শূন্যপদে Manager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করানো হবে।

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানে ভারতের সমস্ত নাগরিক আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৫ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023

নিয়োগ সংস্থাSports Authority of India
পদের নামManager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন।
মোট শূন্যপদ৫৩ টি
বেতন (₹)৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটsportsauthorityofindia.nic.in

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Sports Authority of India Recruitment 2023

Sports Authority of India Recruitment 2023 পদের নাম

এখানে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এর পক্ষ থেকে টার্গেট অলম্পিক পদিয়াম স্কিম (TOPS) এর অধীনে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে। সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Head (Research. Policy and Learning)
  • Senior Lead (Policy and Learning)
  • Manager (Communication)
  • Lead (research)
  • Manager (Athlete Relation)
  • Manager (Partnership)
  • Sports Associate

Sports Authority of India Recruitment 2023 মোট শূন্যপদ

SAI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৫৩ টি শূন্যপদ রয়েছে। নিচে পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Head (Research, Policy and Learning)০১ টি
Senior Lead (Policy and Learning)০১ টি
Manager (Communication)০১ টি
Lead (research)১৫ টি
Manager (Athlete Relation)২৬ টি
Manager (Partnership)০১ টি
Sports Associate০৮ টি

Sports Authority of India Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে Manager (Athlete Relation) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে MBA অথবা B.Tech কমপ্লিট করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Lead (research) পদে আবেদন করা জন্য প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Tech অথবা B.E কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বাকি সমস্ত পদে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

Sports Authority of India Recruitment 2023 বয়সসীমা

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩২ বছর বয়সে মধ্যে হতে হবে।

Sports Authority of India Recruitment 2023 বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৫,০০০/- টাকা থেকে শুরু করে ২,৬৫,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচে উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Head (Research Policy and Learning)১,৪৫,০০০/- থেকে ২,৬৫,০০০/-
Senior Lead (Policy and Learning)৮০,০০০/- থেকে ১,৪৫,০০০/-
Manager (Communication)৫০,০০০/- থেকে ৭০,০০০/-
Lead (Research)৬০,০০০/- থেকে ৮০,০০০/-
Manager (Athlete Relation)৫০,০০০/- থেকে ৭০,০০০/-
Manager (Partnership)৫০,০০০/- থেকে ৭০,০০০/-
Sports Associate৪৫,০০০/- থেকে ৬০,০০০/-

Sports Authority of India Recruitment 2023 আবেদন পদ্ধতি

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে Manager (Athlete Relation), Lead (research) সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে ভালো ভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

Sports Authority of India Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

SAI এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০৫ জুলাই ২০২৩।

Sports Authority of India Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

Sports Authority of India Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৬.২০২৩
আবেদন শুরু১৫.০৬.২০২৩
আবেদন শেষ০৫.০৭.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

Leave a Reply