মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ – National Hydro Electric Power Corporation Recruitment 2023: সম্প্রতি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের যেকোনো নাগরিক যেকোনো রাজ্য থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে, আবেদনের পদ্ধতি, মাসিক বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ – National Hydro Electric Power Corporation Recruitment 2023
National Hydro Electric Power Corporation Recruitment 2023 পদের নাম
Junior Engineer (Civil, Electrical, Mechanical)
National Hydro Electric Power Corporation Recruitment 2023 মোট শূন্যপদ
৩১১ টি
- UR : ১১৭ টি
- EWS : ২৬ টি
- SC : ৪২ টি
- ST : ২২ টি
- OBC : ৭৯ টি
National Hydro Electric Power Corporation Recruitment 2023 বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
National Hydro Electric Power Corporation Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) এর নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রিক্যাল, সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অবশ্যই থাকতে হবে।
National Hydro Electric Power Corporation Recruitment 2023 পদের নাম
Supervisor (IT, Survey)
National Hydro Electric Power Corporation Recruitment 2023 মোট শূন্যপদ
২৮ টি।
- UR : ১৬ টি
- OBC: ৭ টি
- EWS : ১ টি
- SC : ৩ টি
- ST : ১ টি
National Hydro Electric Power Corporation Recruitment 2023 বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
National Hydro Electric Power Corporation Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (NHPC) এর নিয়োগ বিজ্ঞপ্তির অনুযায়ী, স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে Diploma/ BCA / B.Sc/ Surveying ডিগ্রী অবশ্যই থাকতে হবে।
National Hydro Electric Power Corporation Recruitment 2023 আবেদন পদ্ধতি
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট (www.nhpcindia.com) এ গিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে। চাকরিপ্রার্থীদের অবশ্যই বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে।
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনার বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক ইন আয়ুর্বেদিক সায়েন্স এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় অর্থমন্ত্রকে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
National Hydro Electric Power Corporation Recruitment 2023 আবেদন ফি
এই পদগুলিতে আবেদন করার জন্য General/ EWS/ OBC চাকরিপ্রার্থীদের ২৯৫/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC/ ST/ PwBD/ Ex-Servicemen প্রার্থীদের কোন আবেদন ফি প্রয়োজন হবে না।
National Hydro Electric Power Corporation Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
৩০ জুন, ২০২৩ এর মধ্যে এপ্লিকেশনটি সাবমিট করতে হবে।
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here