ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ – Ministry of Communication Recruitment 2023

Ministry of Communication Recruitment 2023
Ministry of Communication Recruitment 2023
Rate this post

মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ – Ministry of Communication Recruitment 2023: সম্প্রতি মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কনসালট্যান্ট পদে নিয়োগের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ – Ministry of Communication Recruitment 2023

  • সংস্থা: মিনিস্ট্রি অফ কমিউনিকেশন
  • পদের নাম: কনসালট্যান্ট
  • শূন্যপদের সংখ্যা: ৩
  • কাজের স্থান: বিশদ দেখুন
  • নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
  • আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
  • শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
  • বেতনক্রম: বিশদ দেখুন
  • আবেদন পদ্ধতি: অফলাইন
  • আবেদনের তারিখ: ১৯.০৬.২০২৩

Ministry of Communication Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

  • প্রতিষ্ঠানের তরফে মোট ৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
  • সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার: ২টি পদ
  • জুনিয়র টেলিকম অফিসার: ১টি পদ

Ministry of Communication Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারী প্রার্থীদের অবসরপ্রাপ্ত এসডিই/ জেটিও অথবা অন্য কোনও কেন্দ্রীয়/ রাজ্য সরকারি দফতর অথবা বিএসএনএল/ এমটিএনএল/ আইটিআই/ টিসিআইএল-এর ডিওটি-র উচ্চপদস্থ আধিকারিক কিংবা সমমানের অফিসার হতে হবে।

Ministry of Communication Recruitment 2023 বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ৬৫ বছর।

Ministry of Communication Recruitment 2023 বেতনক্রম

কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রদেয় মাসিক একত্রিত ফি/পারিশ্রমিকের বিষয়টা ব্যয় বিভাগ নির্ধারণ করবে। নিযুক্ত প্রার্থীরা মাসিক হিসেবে বেতন পাবেন।

Ministry of Communication Recruitment 2023 নিয়োগের মেয়াদ

প্রার্থীদের শর্ট-টার্ম চুক্তির ভিত্তিতে ৬ মাসের মেয়াদের জন্য নিয়োগ করা হবে। এই চুক্তি সর্বোচ্চ আরও ৬ মাসের জন্য অথবা যতক্ষণ না রেগুলার/ ডেপুটেশন প্রার্থী নিযুক্ত হচ্ছে ততক্ষণের জন্য বাড়ানো হতে পারে।

Ministry of Communication Recruitment 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৯ জুন, ২০২৩ তারিখের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আবেদন পত্র অফিসিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Ministry of Communication Recruitment 2023 আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে জরুরি নথি-সহ নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায়

“Director (HQ), O/o Sr DDG, NCCS, DoT, 3rd Floor, City Telephone Exchange, Sampangi Rama Nagar, Bangalore- 560027“।

Leave a Reply