কল্যাণী এইমসে কর্মী নিয়োগ 2023 – AIIMS Kalyani Recruitment 2023: পশ্চিমবঙ্গে আরো একটি নতুন চাকরি খবর। ইতিমধ্যে AIIMS কল্যাণী এর পক্ষ থেকে Senior Resident পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১২১ টি শূন্যপদ রয়েছে। এখানে পশ্চিমবঙ্গে যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে আগামী ১০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।
কল্যাণী এইমসে কর্মী নিয়োগ 2023 – AIIMS Kalyani Recruitment 2023
নিয়োগ সংস্থা | All India Institute Of Medical Sciences Kalyani (AIIMS) Kalyani |
---|---|
পদের নাম | Senior Resident |
মোট শূন্যপদ | ১২১ টি |
বেতন (₹) | ১৫,৬০০ – ৩৯,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কল্যাণী, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | aiimskalyani.edu.in |
কল্যাণী এইমসে কর্মী নিয়োগ 2023 – AIIMS Kalyani Recruitment 2023
AIIMS Kalyani Recruitment 2023 পদের নাম
এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে (AIIMS) কল্যাণী তে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করা হবে।
AIIMS Kalyani Recruitment 2023 মোট শূন্যপদ
AIIMS কল্যাণী এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১২১ টি শূন্যপদ রয়েছে।
AIIMS Kalyani Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল বিষয়ে ডিগ্ৰি করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
AIIMS Kalyani Recruitment 2023 বয়সসীমা
AIIMS কল্যাণীতে Senior Resident পদে আবেদন করা জন্য প্রার্থীরা সবোর্চ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
AIIMS Kalyani Recruitment 2023 বেতন
এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্সে সিনিয়র রেসিডেন্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,৬০০/- টাকা থেকে শুরু করে ৩৯,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
AIIMS Kalyani Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে সিনিয়র রেসিডেন্ট পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে www.aiimskalyani.edu.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। এরপরে সঠিকভাবে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করতে হবে। তারপরে আবেদন মূল্য জমা দিতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে দেখে নিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
- আরও পড়ুন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
AIIMS Kalyani Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করা জন্য OBC/ GEN প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০০/- টাকা ধার্য করা হয়েছে এবং SC/ ST প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি
AIIMS Kalyani Recruitment 2023 ইন্টারভিউ ঠিকানা
Administrative Building, 1st, Floor, Committee Room of AIIMS, Kalyani, Pin – 741245
AIIMS Kalyani Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
এখানে AIIMS কল্যাণীর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ১০ জুন ২০২৩।
AIIMS Kalyani Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩০.০৫.২০২৩ |
আবেদন শুরু | ৩০.০৫.২০২৩ |
আবেদন শেষ | ১০.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: aiimskalyani.edu.in