পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023 – DHFWS Purba Bardhaman Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৮ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়ে নিচে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023 – DHFWS Purba Bardhaman Recruitment 2023
নিয়োগ সংস্থা | District Health Family Welfare Samity, Purba Bardhaman |
---|---|
পদের নাম | মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স |
মোট শূন্যপদ | ১৮ টি |
বেতন (₹) | ২৫,০০০ – ৬০,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পূর্ব বর্ধমান |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023 – DHFWS Purba Bardhaman Recruitment 2023
DHFWS Purba Bardhaman Recruitment 2023 পদের নাম
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে মেডিক্যাল অফিসার এবং স্টাফ নার্স পদে নিয়োগ করানো হবে।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 মোট শূন্যপদ
পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৮ টি শূন্যপদ রয়েছে।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে মেডিক্যাল অফিসার পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের ১ বছরের ইন্টার্নশিপ অভিজ্ঞতা থাকতে হবে। স্টাফ নার্স পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো নার্সিং কাউন্সিলর থেকে GNM অথবা B.sc Nursing কোর্স করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 বয়সসীমা
এখানে মেডিক্যাল অফিসার পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে এবং স্টাফ নার্স পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 বেতন
এখানে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসের বেতন সম্পর্কে নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
মেডিক্যাল অফিসার | ৬০,০০০/- |
স্টাফ নার্স | ২৫,০০০/- |
DHFWS Purba Bardhaman Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রথমে www.wbhealth.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এ ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ
DHFWS Purba Bardhaman Recruitment 2023 আবেদন মূল্য
এখানে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স পদে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের ৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
Purba Bardhaman District Medical Officer Recruitment 2023-তে আবেদন করা শেষ তারিখ হলো ১২ জুন ২০২৩।
DHFWS Purba Bardhaman Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২৫.০৫.২০২৩ |
আবেদন শেষ | ১২.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: wbhealth.gov.in