স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Steel Authority of India Limited Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের দূর্গাপুরের স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের কোন রকম লিখিত ছাড়াই সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নার্স এবং ফার্মাসিস্ট পদে ৭৩টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া। এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। SAlL Recruitment 2023-তে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Steel Authority of India Limited Recruitment 2023
নিয়োগ সংস্থা | স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (SAIL) |
---|---|
পদের নাম | নার্স, ফার্মাসিস্ট |
মোট শূন্যপদ | ৭৩ টি |
বেতন (₹) | ১০,০০০/- |
আবেদন মোড | ইন্টারভিউ |
স্থান | দূর্গাপুর |
ওয়েবসাইট | sail.co.in |
স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ 2023 – Steel Authority of India Limited Recruitment 2023
Steel Authority of India Limited Recruitment 2023 পদের নাম
এখানে দূর্গাপুর স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – নার্স, ফার্মাসিস্ট।
Steel Authority of India Limited Recruitment 2023 মোট শূন্যপদ
SAIL Jabo Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নার্স ও ফার্মাসিস্ট পদে সব মিলিয়ে মোট ৭৩ টি শূন্যপদ রয়েছে।
Steel Authority of India Limited Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে নার্স এবং ফার্মাসিস্ট পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B. SC ডিগ্ৰি পাশ করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
Steel Authority of India Limited Recruitment 2023 বয়সসীমা
SAIL Durgapur Recruitment 2023-তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে।
Steel Authority of India Limited Recruitment 2023 বেতন
দূর্গাপুর স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে নার্স, ফার্মাসিস্ট পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এ ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ
Steel Authority of India Limited Recruitment 2023 আবেদন পদ্ধতি
দুর্গাপুরের স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া তে নার্স এবং ফার্মাসিস্ট পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে sail.co.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে প্রার্থীদের একটি রিজুম লেটার তৈরি করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র, রিজুম লেটার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টে জেরক্স কপি যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
Steel Authority of India Limited Recruitment 2023 আবেদন মূল্য
এখানে নার্স, ফার্মাসিস্ট পদে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Centre For Human Resource Department (CHRD) Durgapur Steel Plant Near Main Gate Durgapur – 713203, West Bengal
Steel Authority of India Limited Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
SAIL Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ২১ জুন ২০২৩।
Steel Authority of India Limited Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
দূর্গাপুর স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে পক্ষ থেকে নার্স এবং ফার্মাসিস্ট নিয়োগ ২০২৩-তে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
Steel Authority of India Limited Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: sail.co.in