জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ 2023 – WB District Court Clerk and Peon Recruitment 2023: পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থী অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাসযোগ্যতা চাকরির খোঁজ করছে তাদের জন্য একটি সুখবর। নাদিয়া জেলার বিচারক এর অফিসে ক্লার্ক, পিয়ন ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১০টি শূন্যপদ রয়েছে। আগ্রহীও যোগ্য প্রার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ 2023 – WB District Court Clerk and Peon Recruitment 2023
নিয়োগ সংস্থা | Office of the District Judge, Nadia, Krishnanagar |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | নদীয়া |
ওয়েবসাইট | districts.ecourts.gov.in |
জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ 2023 – WB District Court Clerk and Peon Recruitment 2023
District Court Recruitment 2023 পদের নাম
নদীয়া জেলার জেলা আদালতে বেঞ্চ ক্লার্ক, স্টেনোগ্ৰাফার ও পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
District Court Clerk and Peon Recruitment 2023 মোট শূন্যপদ
সমস্ত পদ মিলিয়ে এখানে মোট ১০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
District Court Clerk and Peon Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। অষ্টম শ্রেণী পাস ও মাধ্যমিক পাস থাকলেই এখানে আবেদন করতে পারবেন।
এখানে বেঞ্চ ক্লার্ক পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে। এছাড়াও প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
স্টেনোগ্ৰাফার পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে এছাড়াও প্রার্থীদের মিনিটে ৮০ টি শব্দ টাইপিং করা অভিজ্ঞতা ও ৩০ টি শব্দ টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
পিয়ন পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের হাসপাতালে গ্রুপ-D চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনে চাকরি
- আরও পড়ুন: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কলকাতা দূরদর্শন কেন্দ্রে চাকরি
- আরও পড়ুন: জাতীয় স্বাস্থ্য মিশনে Group-C পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে নিয়োগ
- আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ
- আরও পড়ুন: খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এসএসসি সিএইচএসএল এ 1600 শূন্যপদে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এ নিয়োগ
- আরও পড়ুন: বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ
District Court Clerk and Peon Recruitment 2023 বয়সসীমা
এখানে জেলা আদালতে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৬২ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ৩০ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী।
District Court Clerk and Peon Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদনের সুবিধা না থাকায় প্রার্থীদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে। এরপর সেটিকে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
District Court Clerk and Peon Recruitment 2023 ইন্টারভিউ ঠিকানা
District Judge, Nadia, Krishnanagar, Zila Adalat Bhaban, Pin – 741101.
District Court Clerk and Peon Recruitment 2023 ইন্টারভিউ তারিখ
Nadia District Group-C, Group-D Recruitment 2023 তে অগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০৬ জুন ২০২৩ তারিখ থেকে আগামী ০৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।
District Court Clerk and Peon Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
নদীয়া জেলার জেলা আদালতে গ্ৰুপ সি ও গ্ৰুপ ডি নিয়োগ ২০২৩ তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
District Court Clerk and Peon Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৫.০৫.২০২৩ |
আবেদন শুরু | ১৫.০৫.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৫.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: districts.ecourts.gov.in