ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর কর্মী নিয়োগ – Bank of Baroda Recruitment 2023: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে চুক্তির ভিত্তিতে আইটি বিভাগে প্রার্থীদের নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর কর্মী নিয়োগ – Bank of Baroda Recruitment 2023
সংস্থা: | ব্যাঙ্ক অফ বরোদা |
শূন্যপদের সংখ্যা: | ৪২ |
কাজের স্থান: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৯.০৫.২০২৩ |
ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর কর্মী নিয়োগ – Bank of Baroda Recruitment 2023
Bank of Baroda Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৪২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
- সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড- ২টি পদ
- কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ২টি পদ
- জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ২টি পদ
- সিনিয়র ডেভেলপার- ফুল স্টক জাভা- ১৪টি পদ
- ডেভেলপার- ফুল স্টক জাভা- ৬টি পদ
- ডেভেলপার- ফুল স্টক, এনইটি এবং জাভা- ৬টি পদ
- সিনিয়ার ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- ২টি পদ
- সিনিয়ার ইউআই/ইউএক্স ডিজাইনার- ৬টি পদ
- ইউআই/ইউএক্স ডিজাইনার- ১টি পদ
Bank of Baroda Recruitment 2023 বয়সসীমা
- সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স লিড- ২৮-৪০ বছর
- কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ২৫-৩৫ বছর
- জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ২৩-৩০ বছর
- সিনিয়র ডেভেলপার- ফুল স্টক জাভা- ২৮-৪০ বছর
- ডেভেলপার- ফুল স্টক জাভা- ২৮-৪০ বছর
- ডেভেলপার- ফুল স্টক, এনইটি এবং জাভা- ২৫-৩৫ বছর
- সিনিয়র ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- ২৮-৪০ বছর
- সিনিয়র ইউআই/ইউএক্স ডিজাইনার- ২৮-৪০ বছর
- ইউআই/ইউএক্স ডিজাইনার- ২৫-৩৫ বছর
- আরও পড়ুন: কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ
- আরও পড়ুন: খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এসএসসি সিএইচএসএল এ 1600 শূন্যপদে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এ নিয়োগ
- আরও পড়ুন: বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে বিশ্বভারতীতে নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইস্ট কোস্ট রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
Bank of Baroda Recruitment 2023 কাজের অভিজ্ঞতা
- সিনিয়র কোয়ালিটি অ্যাসোরেন্স লিড- ৬ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ৩ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- জুনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার- ১ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- সিনিয়র ডেভেলপার- ফুল স্টক জাভা- ৬ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- ডেভেলপার- ফুল স্টক জাভা- ৩ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- ডেভেলপার- ফুল স্টক, এনইটি এবং জাভা- ৩ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- সিনিয়র ডেভেলপার- মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট- ৬ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- সিনিয়র ইউআই/ইউএক্স ডিজাইনার- ৬ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
- ইউআই/ইউএক্স ডিজাইনার- ৬ বছরের কাজের অভিজ্ঞতা অপরিহার্য
Bank of Baroda Recruitment 2023 আবেদনের যোগ্যতা
প্রার্থীদের ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বিই বা বিটেক ডিগ্রি থাকতে হবে।
Bank of Baroda Recruitment 2023 আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৯.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।