ইস্ট কোস্ট রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – East Coast Railway Recruitment 2023: সম্প্রতি ইস্ট কোস্ট রেলওয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস পার্সন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইস্ট কোস্ট রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ইস্ট কোস্ট রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – East Coast Railway Recruitment 2023
সংস্থা: | ইস্ট কোস্ট রেলওয়ে |
পদের নাম: | স্পোর্টস পার্সন |
শূন্যপদের সংখ্যা: | ১৬ |
কাজের স্থান: | ওড়িশা |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অফলাইন |
আবেদনের শেষ তারিখ: | ২৩.০৫.২০২৩ |
ইস্ট কোস্ট রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – East Coast Railway Recruitment 2023
East Coast Railway Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
- ভলিবল- মহিলা- ২টি পদ
- কাবাডি- মহিলা- ২টি পদ
- ব্যাডমিন্টন- পুরুষ- ১টি পদ
- বক্সিং- পুরুষ- ১টি পদ
- ওয়েট লিফটিং- মহিলা- ১টি পদ
- হকি- পুরুষ- ২টি পদ
- বক্সিং- মহিলা- ১টি পদ
- অ্যাথলেটস- পুরুষ ও মহিলা- ২টি পদ
- টেবিল টেনিস- পুরুষ- ১টি পদ
- আর্চারি- পুরুষ- ২টি পদ
East Coast Railway Recruitment 2023 আবেদনের যোগ্যতা
প্রার্থীদের দ্বাদশ শ্রেণীতে বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট সহ প্রাসঙ্গিক ট্রেডে ৩ বছরের প্রশিক্ষণ করা থাকতে হবে।
East Coast Railway Recruitment 2023 বয়সসীমা
উপরে উল্লিখিত পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
East Coast Railway Recruitment 2023 বেতন
নির্বাচিত প্রার্থীরা পে-স্কেল লেভেল ২ বা লেভেল ৩ অনুযায়ী মাসিক বেতন পাবেন।
East Coast Railway Recruitment 2023 আবেদন ফি
আবেদন ফি হিসেবে ৫০০ টাকা জমা করতে হবে তবে এসসি/ এসটি বা প্রাক্তন চাকরিজীবী/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থী এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
East Coast Railway Recruitment 2023 আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আইআরসিটিসিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টার নিয়োগ
- আরও পড়ুন: ভারত কোকিং কোল লিমিটেড কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইউনিয়ন ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাসে ভারতের সমীক্ষা দপ্তরে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
East Coast Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি
আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে:
‘Assistant Personnel Officer (HQ), 2nd Floor, South Block, Rail Sadan, Chandrasekharpur, Bhubaneswar, Odisha – 751017’।
East Coast Railway Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের স্পোর্টস পারফরমেন্সের ভিত্তিতে (জুনের ৩য়/৪র্থ সপ্তাহে পরিচালিত হবে) বাছাই করা হবে।