ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ – South-Eastern Railway Recruitment 2023

South-Eastern Railway Recruitment 2023
South-Eastern Railway Recruitment 2023
Rate this post

দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ – South-Eastern Railway Recruitment 2023: রেলে চাকরি করতে চান যাঁরা, তাঁদের জন্য একটি বড়ো খবর নিয়ে এসেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে (South-Eastern Railway)। রেলের কয়েকটি পদে চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুসারে, এখানে দুই ধরনের পদ রয়েছে। তবে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বিশেষ যোগ্যতা থাকা জরুরি। এই ব্যাপারে আরও বিশদভাবে জানতে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ুন।

দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ – South-Eastern Railway Recruitment 2023

1. পদের নাম- কনসালটেন্ট / Consultant (Land Acquisition)

শূন্যপদ

এখানে মোট 03 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

অবসরপ্রাপ্ত রাজ্য সরকারের আধিকারিক, যাঁরা ভূমি/রাজস্ব বিভাগ থেকে অবসর নিয়েছেন যারা জমি সংক্রান্ত জরিপ, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান রয়েছে এবং নতুন রেল প্রকল্প তৈরীর জন্য জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলিতে সহায়তা করার সামর্থ্য রয়েছে, তাঁরা এই পদে আবেদন করতে পারবেন।

নিয়োগের স্থান

যাঁরা এই পদের জন্য নির্বাচিত হবেন, তাঁদের কলকাতা, রাঁচি এবং ঝাড়সুগুদাতে রেলের অফিসে পোস্টিং দেওয়া হবে।

2. পদের নাম- কনসালটেন্ট / Consultant (Forest & Wildlife Clearance)

শূন্যপদ

এখানে মোট 02 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আধিকারিক, যাঁরা বন বিভাগ থেকে অবসর নিয়েছেন এবং সংরক্ষণ, বনসৃজন এবং এই ধরনের কাজের সাথে জড়িত ছিলেন, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

নিয়োগ স্থান

যাঁরা এই পদের জন্য নির্বাচিত হবেন, তাঁদের রাঁচি এবং ঝাড়সুগুদাতে রেলের অফিসে নিয়োগ করা হবে।

বয়সসীমা

উপরের দুইটি পদের জন্যই সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীরা অবসরের সময় যা স্যালারি পেতেন, তার থেকে বেসিক পেনশন বাদ দিয়ে বাকি টাকা প্রার্থীদের মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং ইন্টারভিউ নিয়ে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

South-Eastern Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 3 নং পাতায় আবেদন পত্রটি দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করে নিতে হবে। তার সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং PPO এর একটি কপি, একটি খামে ভরে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।

আবেদন পাঠানোর ঠিকানা

Sr. Personnel Officer (Construction), South Eastern Railway, 11, Garden Reach Road, Kolkata-700 043. 

আবেদনের সময়সীমা

15/05/2023 তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র উপরের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply