সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টার নিয়োগ 2023 – CRPF Sub-Inspector Recruitment 2023: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) সম্প্রতি CRPF -এ সাব ইন্সপেক্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে সাব ইন্সপেক্টার নিয়োগ 2023 – CRPF Sub-Inspector Recruitment 2023
পদের নাম
Sub-Inspector (RO)
মোট শূন্যপদ
১৯ টি। (UR – ৮ টি, EWS – ২ টি, OBC – ৫ টি, SC – ৩ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত, পদার্থবিদ্যা, বা কম্পিউটার সাইন্স বিষয় সহ স্নাতক বা সমমানের ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেবন।
মাসিক বেতন
৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
বয়সসীমা
২১ বছর থেকে ৩০ বছর।
পদের নাম
Assistant Sub-Inspector (Technical)
মোট শূন্যপদ
১৪৬ টি। (UR – ৫৯ টি, EWS – ১৫ টি, OBC – ৩৯ টি, SC – ২২ টি, ST – ১১ টি।)
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ সহ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
বয়সসীমা
১৮ বছর থেকে ২৫ বছর।
পদের নাম
Assistant Sub-Inspector (Draughtsman)
মোট শূন্যপদ
১৫ টি। (UR – ৬ টি, EWS – ২ টি, OBC – ৮ টি, SC – ২ টি, ST – ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা
ইংরেজি, সাধারণ বিজ্ঞান ও গণিত বিষয় সহ ম্যাট্রিক পাশ এবং স্বীকৃত বোর্ড থেকে তিন বছর ড্রাফটসম্যান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
শারীরিক যোগ্যতা
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি, মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। তপশিলি পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি, মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৪ সেমি। পার্বত্য এলাকার পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৫ সেমি, মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৫ সেমি।
- আরও পড়ুন: ভারত কোকিং কোল লিমিটেড কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইউনিয়ন ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে HDFC Bank -এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাসে ভারতের সমীক্ষা দপ্তরে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলায় মেডিকেল স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
আবেদন পদ্ধতি
ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের https://rect.crpf.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজেদের রেজিস্ট্রেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রার্থীদের প্রাপ্ত আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। এরপর ওয়েবসাইট প্রদত্ত ফরম্যাটে নিজেদের যাবতীয় তথ্য পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
আবেদন ফি
সাব ইন্সপেক্টার পদে আবেদন করার জন্য ২০০/- টাকা এবং সহকারী সব ইন্সপেক্টার পদের জন্য ১০০/- টাকা এককালীন আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২১ মে, ২০২৩
Important Link
Official Notification: Download Now
Official website: Apply Now