ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসসি সিজিএল নিয়োগ 2023 – SSC CGL Recruitment 2023 Notification

SSC CGL Recruitment 2023 Notification
SSC CGL Recruitment 2023 Notification

এসএসসি সিজিএল নিয়োগ 2023 – SSC CGL Recruitment 2023 Notification: প্রতি বছরের মতো এই বছরেও কেন্দ্রের নিয়োগ সংস্থা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ SSC এর তরফ থেকে CGL পরীক্ষার মাধ্যমে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ৭৫০০ মতো শূন্যপদ রয়েছে। তাই এটি অনেকের কাছেই চাকরি পাওয়ার দারুন একটি সুযোগ। অল ইন্ডিয়া বেসিসে এই নিয়োগ করানো হয়, তাই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রেও আবেদন সুযোগ থাকে। 

Staff Selection Commission এর তরফে Combined Graduate Level Examination বা সংক্ষেপে CGL পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন সম্পর্কে আজ আমরা জানবো। সারা দেশের চাকরিপ্রার্থীদের জন্য এটি বেশ বড়ো সুযোগ। এখানে আবেদন চলবে আগামী 3 মে পর্যন্ত। নিয়োগের বিস্তারিত তথ্য নিচে থেকে দেখে নিন। 

SSC CGL ২০২৩ নিয়োগের বিস্তারিত তথ্য – SSC CGL 2023 Recruitment Details

পোষ্টের বিবরণ

এখানে বিভিন্ন রকমের প্রায় 25 টি পদ আছে। যেমন-

  • Assistant Audit Officer
  • Assistant Accounts Officer
  • Assistant Section Officer
  • Assistant/Assistant Section Officer
  • Inspector of Income Tax
  • Inspector Inspector (Central Excise)
  • Inspector (Preventive Officer)
  • Inspector (Examiner)
  • Assistant Enforcement Officer
  • Sub Inspector
  • Executive Assistant ইত্যাদি।

মোট শূন্যপদ

এখানে মোট 7500 টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা

18 থেকে 30 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

চাকরির বেতন

পদ অনুয়ায়ী প্রার্থীদের 25,500 থেকে 1,51,100 টাকা মাসিক বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

সমস্ত পদের জন্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। কিছু পদের জন্য বিশেষ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনের শেষে দেওয়া লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

নিয়োগ পদ্ধতি

দুই ধাপে লিখিত পরীক্ষা (CBT) এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

নিয়োগের স্থান

গোটা দেশের যে কোনো প্রান্তে নিয়োগ করা হতে পারে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনেই আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করতে হবে। এরপরে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা দিয়ে অনলাইন ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার Direct Link নিচে হয়েছে। ঐ লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। 

আবেদন ফি

এখানে আবেদন করার জন্য কেবলমাত্র UR পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

03.05.2023 তারিখের মধ্যে অনলাইন প্রক্রিয়ায় এখানে প্রার্থীদের আবেদন সম্পন্ন করে ফেলতে হবে। 

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন লিংক: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply