ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ – ITBP Medical Officer Recruitment 2023

ITBP Medical Officer Recruitment 2023
ITBP Medical Officer Recruitment 2023
Rate this post

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ – ITBP Medical Officer Recruitment 2023: সম্প্রতি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্টস মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইটিবিপি-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীদের ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের তারিখ ধার্য করা হয়েছে ২৪.০৪.২০২৩ থেকে ২৬.০৪.২০২৩ পর্যন্ত। কোন ঠিকানায় উপস্থিত হতে হবে, তা জানার জন্য প্রার্থীদের বিশদ বিবরণ দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

ITBP Medical Officer Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ – ITBP Medical Officer Recruitment 2023

সংস্থাআইটিবিপি
পদের নামস্পেশালিস্টস মেডিকেল অফিসার
শূন্যপদের সংখ্যা১০
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
ওয়াক-ইন ইন্টারভিউয়ের তারিখ২৪.০৪.২০২৩ থেকে ২৬.০৪.২০২৩

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ুন:

ITBP Medical Officer Recruitment 2023 আবেদনের যোগ্যতা

ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-র প্রথম এবং দ্বিতীয় শিডিউল বা তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্ট অনুসারে নির্ধারিত মেডিকেল কোয়ালিফিকেশন। যাঁদের ক্ষেত্রে তৃতীয় শিডিউলের দ্বিতীয় পার্ট অনুসারে নির্ধারিত মেডিকেল কোয়ালিফিকেশন প্রযোজ্য, তাঁদের একই সঙ্গে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬-র সাব সেকশন (১৩)-এর যোগ্যতাও পূরণ করতে হবে। ষষ্ঠ শিডিউলের সেকশন এ-র অন্তর্গত সেকশন বি অনুসারে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা। অভিজ্ঞতা- পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে পাস করার পরে দেড় বছর, ডিপ্লোমা থাকলে পাস করার পরে আড়াই বছর।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ বয়সসীমা

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৭০ বছরের মধ্যে হতে হবে।

ITBP Medical Officer Recruitment 2023 মেয়াদকাল

প্রাথমিক ভাবে ৩ বছর, যা পরে ২ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। তবে প্রার্থীর বয়স ৭০ বছর পর্যন্তই এই মেয়াদ কার্যকর থাকবে, মেয়াদপূর্তির আগে ৭০ বছর পূর্ণ হলে অবসর নিতে হবে।

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ বেতন

মাসিক ৮৫০০০ টাকা

Leave a Reply