ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ আবেদন করুন – India Post Group-C Recruitment 2023

India Post Group-C Recruitment 2023
India Post Group-C Recruitment 2023
Rate this post

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ – India Post Group-C Recruitment 2023: ইন্ডিয়ান পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করার সুযোগ। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। রাজ্যের বেকারদের জন্য এটি একটি বড়ো সুযোগ। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত, কি কি যোগ্যতা লাগবে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানতে আজেকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ – India Post Group-C Recruitment 2023

নিয়োগ সংস্থাIndia Post Office
পদের নামGroup C
মোট শূন্যপদ০৭ টি
বেতন (₹)উল্লেখ নেই
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅফলাইন
স্থানভুবনেশ্বর,উড়িষ্যা
ওয়েবসাইটwww.indiapost.gov.in

মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ – India Post Group-C Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Group C পদে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Staff Car Driver এবং MMS Driver পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Post Office Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ ৭ টি।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।

বেতন (Salary)

Post Office Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বেতন সংক্রান্ত কোনো তথ্য দেওয়া হয়নি। আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করুন। আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস দিতে হবে। আবেদন ফর্মে অবশ্যই নিজের সম্প্রতিকালের ছবি দিতে হবে এবং স্বাক্ষর করতে হবে। অবশ্যই মনে রাখতে হবে ডকুমেন্টস ঠিকঠাক ভাবে না দিলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সমস্ত কিছু নির্দিষ্ট ঠিকানায় যথা সময়ের মধ্যে পাঠাতে হবে। নিচে ঠিকানা এবং তারিখ উল্লেখ করা হয়েছে।

Address :- The Chief Postmaster General Odisha Circle, Bhubaneswar 751001

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • মাধ্যমিক অ্যাডমিট কার্ড
  • মাধ্যমিক মার্কশিট
  • ড্রাইভিং লাইসেন্স
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

Post Office Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে অফলাইন আবেদনের শেষ তারিখ আগামী ১ লা মে ২০২৩। উক্ত তারিখের আগে আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭.০৩.২০২৩
আবেদন শুরু০৭.০৩.২০২৩
আবেদন শেষ০১.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply