পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি – West Bengal Sanitary Assistant Recruitment 2023: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যান দপ্তরের তরফ থেকে ক্লিনিকাল সাইকোলজিস্ট, সানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। NHM এর আওতায় রাজ্যের উত্তর দিনাজপুরের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বহু শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদগুলি সম্পর্কে বিস্তারিত নীচে জানানো হল।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে চাকরি – West Bengal Sanitary Assistant Recruitment 2023
1. ক্লিনিকাল সাইকোলজিস্ট (Clinical Psychologist (DMHP) under NHM)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ (UR-01 SC-01) রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ক্লিনিকাল সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে। সাথে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম- প্রার্থীদের মাসিক 30,000 টাকা করে বেতন দেওয়া হবে।
2. সাইকাট্রিক নার্স/ কমিউনিটি নার্স (Psychiatric Nurse/ Community Nurse)
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ (UR-01) রয়েছে।
যোগ্যতা-
i) প্রার্থীদের Psychiatric Nursing এ B.Sc অথবা
M.Sc অথবা DPN ডিগ্রি থাকতে হবে। অথবা,
ii) GNM নার্সিংয়ের সাথে 1 মাসের ডিপ্লোমা করে থাকতে হবে Psychiatric nursing এ।
কেবলমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য।
বয়সসীমা- সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম
যোগ্যতা i) এর জন্য প্রার্থীদের 28,000 টাকা এবং যোগ্যতা ii) এর জন্য প্রার্থীদের 25,000 টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।
3. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ (ST-01) রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Life Science এ B.Sc. এবং Management এ মাস্টার্স করার সাথে MS Office এ দক্ষতা থাকতে হবে।
পাব্লিক হেলথ বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা- 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- প্রার্থীদের মাসিক 35,000 করে বেতন দেওয়া হবে।
4. স্যানিটারি অ্যাসিস্টান্ট (Sanitary Attendant)
শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ (UR-01 SC-01) রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশের পাশাপাশি দুই বছর হাসপাতালে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- 19 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- প্রার্থীদের মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে।
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
- আরও পড়ুন: কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: শিশু সুরক্ষা দপ্তরে অফিস ইনচার্জ নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আধার অফিসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা পৌরসভায় স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বীমা কোম্পানিতে প্রচুর শূন্যপদে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ব্লক কো-অর্ডিনেটর নিয়োগ
- আরও পড়ুন: ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ
5. অফথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (Ophthalmic Assistant)
শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ (ST-01) রয়েছে।
যোগ্যতা- এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Physics, Chemistry এবং Biology সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে দূই বছরের Paramedical Establishment licensed Ophthalmic Assistant Course এ ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা- 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।
বেতনক্রম- প্রার্থীদের মাসিক 18,000 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের যোগ্যতা এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে নির্বাচিত করা হবে।
অফলাইনে আবেদন পদ্ধতি
প্রথমেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন পত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে নীচের ঠিকানায় পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাথে একটি ডিমান্ড ড্রাফটও সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠাবার ঠিকানা
Office of the Chief Medical Officer of Health & Member Secretary, DH&FWS, Karnojora, Raiganj, Dist.- Uttar Dinajpur, PIN -233130.
অফলাইন আবেদন ফি
UR এর জন্য 100 টাকা এবং বাকি সংরক্ষিত শ্রেণীর জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে এখানে।
আবেদনের সময়সীমা
10/04/2023 তারিখ বিকেল 4 টের মধ্যে সমস্ত ইচ্ছুক প্রার্থীদের আবেদন করে ফেলতে হবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here