ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি 2023 – Calcutta University Data Entry Operator Recruitment 2023

Calcutta University Data Entry Operator Recruitment 2023
Calcutta University Data Entry Operator Recruitment 2023
Rate this post

কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি 2023 – Calcutta University Data Entry Operator Recruitment 2023: পশ্চিম রাজ্যের কলকাতা ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০২ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদনকারী প্রার্থীদের ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি 2023 – Calcutta University Data Entry Operator Recruitment 2023

নিয়োগ সংস্থাUniversity of Calcutta
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ০২ টি
বেতন (₹)২০,০০০/-
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটcaluniv.ac.in

কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি 2023 – Calcutta University Data Entry Operator Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে কলকাতা ইউনিভার্সিটিত পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Calcutta University Data Entry Operator Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Calcutta University Data Entry Operator Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BCA/B.Sc Computer Science -এ ৫৫ শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে এবং E-tender, Gem Portal, MS Excel, Word and PowerPoint -এ কাজ করে থাকতে হবে এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

কলকাতা ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এবং প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

Calcutta University Data Entry Operator Recruitment 2023 তে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা, পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Office of the Registrar, University of Calcutta, Senate House, Darbhanga Building, 86/1, College Street, Kolkata- 700073

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

কলকাতা ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করা শেষ তারিখ হলো ১৩ এপ্রিল ২০২৩।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

কলকাতা ইউনিভার্সিটিতে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৯.০৩.২০২৩
আবেদন শুরু২৯.০৩.২০২৩
আবেদন শেষ১৩.০৪.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply