ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

‘গুলাবি আঁখে’ গেয়ে ভাইরাল হওয়া খুদের নয়া কীর্তি, ফের অবাক করা পারফরমেন্স

‘গুলাবি আঁখে’ গেয়ে ভাইরাল হওয়া খুদের নয়া কীর্তি, ফের অবাক করা পারফরমেন্স

[ad_1]

'গুলাবি আঁখে' গেয়ে ভাইরাল হওয়া খুদের নয়া কীর্তি, ফের অবাক করা পারফরমেন্স

নিজস্ব প্রতিবেদন : স্কুলের সেই চার বছরের খুদে কে মনে আছে? ওই খুদে ভাইরাল হয়ে রাতারাতি স্টার হয়ে গিয়েছিল। কারণ চার বছরের ওই খুদে স্কুলের পোশাকে অন্যান্য ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করার সময় টিচার গান গাইতে বললে সে গেয়ে ওঠে, ‘গুলাবি আঁখে জো তেরি দেখি’।

চার বছর বয়সী ওই খুদের এমন এনার্জি ভরা গানে মজে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দর্শকরা ওই খুদের কন্ঠে আধো আধো গলায় এই গান শুনে মজে ওঠার পাশাপাশি সেই ভিডিও কয়েক দিনের মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়তে শুরু করে। তবে ওই খুদের বয়স এখন মোটামুটি তিন বছর বেড়ে গিয়েছে। এখন সে সাতে পা দিয়েছে। বয়স বাড়লেও তার সেই এনার্জি এখনো সমানতালে বজায় রয়েছে। সম্প্রতি ওই খুদেকে নতুন কীর্তি করতে দেখা গেল।

উত্তরাখণ্ডের বাসিন্দা ওই খুদের নাম জয়নীল বাথিয়াল। তার ডাকনাম জয়। জনপ্রিয়তা বাড়তেই তার নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খোলা হয়। এখন সেই অ্যাকাউন্ট রমরমিয়ে চলছে। এবার তিন বছর পর এই খুদের নতুন গানে মেতে উঠল সোশ্যাল মিডিয়া। তবে এই খুদে এবার সোশ্যাল মিডিয়ায় মাতাচ্ছে একেবারে গায়ক হিসাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে ওই খুদে এবার নিজেই ইন্সট্রুমেন্ট বাজিয়ে একের পর এক গান গাইছে। সে যে সকল গান গেয়েছে তার মধ্যে ভাইরাল হওয়া সেই ‘গুলাবি আঁখে’ গানটিও রয়েছে। জানা যাচ্ছে ওই খুদে পড়াশোনার বাইরে বাড়িতে অধিকাংশ সময় গান নিয়েই মেতে থাকে।

জয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়। ভাইরাল হওয়ার পর তার ফলোয়ার্স সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এই খুদের এই পারফরম্যান্স দেখে সোশ্যাল মিডিয়ার দর্শকরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।[ad_2]

Leave a Reply