কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023 – Coal India Limited Recruitment 2022: দেশের অনগ্রসর জনজাতির জন্য Coal India -তে চাকরির বড় সুযোগ আনল কেন্দ্রীয় সরকার। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও আবেদন পদ্ধতি সহ বিস্তারিত থাকলো আজকের এই প্রতিবেদনে।
কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023 – Coal India Limited Recruitment 2022
১.পদের নাম
Mining Sirdar
মোট শূন্যপদ
৭৭টি। (OBC – ৫টি, SC – ১৪টি, ST – ৫৮টি।)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ডিপ্লোমা-ইন-মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের ডিগ্রী থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন
৩১,৮৫২ টাকা।
২.পদের নাম
Electrician/ Technician
মোট শূন্যপদ
১২৬টি। (OBC – ৩টি, SC – ২৯টি, ST – ৯৪টি।)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন যোগ্য।
দৈনিক বেতন
১০৮৭ টাকা
৩.পদের নাম
Deputy Surveyor
মোট শূন্যপদ
২০টি। (কেবলমাত্র ST প্রার্থীদের জন্য।)
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ DGMS স্বীকৃত সংস্থা থেকে Mines Survey Certificate থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন ।
মাসিক বেতন
৩১,৫৮২ টাকা।
৪.পদের নাম
Assistant Foreman (Electrical)
মোট শূন্যপদ
১০৭টি। (OBC – ৭টি, SC – ২৩টি, ST – ৭৭টি।)
শিক্ষাগত যোগ্যতা
যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সহ ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকা প্রার্থীরা আবেদন করতে।
মাসিক বেতন
৩১,৮৫২ টাকা।
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: শিশু সুরক্ষা দপ্তরে অফিস ইনচার্জ নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি
- আরও পড়ুন: অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আধার অফিসে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা পৌরসভায় স্বাস্থ্য দপ্তরে নার্স নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বীমা কোম্পানিতে প্রচুর শূন্যপদে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ব্লক কো-অর্ডিনেটর নিয়োগ
- আরও পড়ুন: ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ
বয়সসীমা
ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ১৯.০৪.২০২৩ তারিখে ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা SC/ ST প্রার্থীদের জন্য ৩৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩৩ বছর।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি
CBT (Computer Based Test) – এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
আবেদন করার শেষ তারিখ
১৯ এপ্রিল, ২০২৩
Important Links
Official Notification: Download Now
Official Website: Click Here