পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ – Power Grid Corporation of India Limited Recruitment 2023: পাওয়ার গ্রিড (Power Grid) এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ – Power Grid Corporation of India Limited Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Power Grid Corporation of India Limited |
পদের নাম | Apprenticeship |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩১ জুলাই, ২০২৩ |
স্থান | পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল সাইট | www.powergrid.in |
পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ – Power Grid Corporation of India Limited Recruitment 2023
Power Grid Corporation of India Limited Recruitment 2023 পদের নাম
Power Grid Recruitment Notification 2023 -এর পক্ষ থেকে যে সমস্ত ট্রেডে শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ করা হবে। যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হলো –
- Graduate (Electrical)
- Graduate (Civil)
- Diploma (Electrical)
- Diploma (Civil)
- HR Executive
- Graduate (Computer Science)
- CSR Executive
- ITI (Electrician)
- Graduate (Electronics & Telecommunication)
Power Grid Corporation of India Limited Recruitment 2023 মোট শূন্যপদ
এখানে সব মিলিয়ে মোট ৫৯ টি শূন্যপদ রয়েছে।
Power Grid Corporation of India Limited Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
ট্রেডের নাম | শিক্ষাগত যোগ্যতা |
ITI (Electrician) | পূর্ণ সময়ের Electrician বিষয়ে ITI পাশ |
Diploma (Civil) | ৩ বছরের Civil Engineering বিষয়ে Diploma কোর্স |
Diploma (Electrical) | ৩ বছরের Engineering বিষয়ে Diploma কোর্স |
Graduate (Electrical) | ৪ বছরের Electrical Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) |
Graduate (Civil) | ৪ বছরের Civil Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স |
Graduate (Computer Science) | ৪ বছরের Computer Science Engineering বা Information Technology বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স |
Graduate (Electronics & Telecommunication) | ৪ বছরের Electronics বা Telecommunication Engineering বিষয়ে B.E/B.Tech/B.Sc(Engg.) কোর্স |
HR Executive | MBA (HR)/ Post Graduate Diploma in Personnel Management/ Personnel Management & Industrial Relations |
CSR Executive | Master in Social Work / Rural Development/ Management |
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় সেনায় শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ডায়নামিক্স লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আই আইই এসটি শিবপুরে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতার পোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরি
Power Grid Corporation of India Limited Recruitment 2023 বয়সসীমা
আবেদনকারী বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হলে আবেদন করতে পারবেন।
Power Grid Corporation of India Limited Recruitment 2023 স্টাইপেন্ড
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৩,৫০০ টাকা থেকে ১৭,৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
Power Grid Corporation of India Limited Recruitment 2023 আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
Power Grid Corporation of India Limited Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।
Power Grid Corporation of India Limited Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৭.০৬.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
আবেদন করুন | Apply Now |