কলকাতা বন্দরে কর্মী নিয়োগ – Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী কলকাতার জাহাজ বন্দর শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Diving Officer পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৯ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
কলকাতা বন্দরে কর্মী নিয়োগ – Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023
নিয়োগ সংস্থা | Syama Prasad Mookerjee Port |
---|---|
পদের নাম | Diving Officer |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৪৬,৫০০/- |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কলকাতা |
ওয়েবসাইট | smportkolkata.shipping.gov.in |
কলকাতা বন্দরে কর্মী নিয়োগ – Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 পদের নাম
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – ডাইভিং অফিসার।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 মোট শূন্যপদ
Syama Prasad Mookerjee Port এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Diving Officer পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
ভারতীয় নৌবাহিনী দ্বারা জারি করা জাহাজ ডুবুরি শংসাপত্র থাকতে হবে। ভারতীয় নৌবাহিনী থেকে এয়ার ক্রু ডুবুরি সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স ডাইভার সার্টিফিকেট সহ কর্মী অগ্রাধিকার দেওয়া হবে। জল পরীক্ষা সহ ডাইভিং কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 বয়সসীমা
এখানে Diving Officer পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর এর মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ১৯ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 বেতন
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৪৬,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে Diving Officer পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে smportkolkata.shipping.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্ট্রার পোস্ট এর মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To the Office of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th floor, P.O.: Haldia Township, Dist.: Purba Medinipur, W.B.PIN: 721607
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
Syama Prasad Mookerjee Port এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Diving Officer পদে অফলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ১৯ জুলাই ২০২৩
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় সেনায় শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় জল শক্তি দপ্তরে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ডায়নামিক্স লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আই আইই এসটি শিবপুরে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতার পোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরি
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
শ্যামা প্রসাদ মুখার্জি পোর্টে Diving Officer নিয়োগ-তে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Kolkata Syama Prasad Mookerjee Port Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০.০৬.২০২৩ |
আবেদন শুরু | ২০.০৬.২০২৩ |
আবেদন শেষ | ১৯.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: smportkolkata.shipping.gov.in