রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ 2023 – ESIC Senior Resident Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী শ্রম ও রোজগার দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৬১ টি শূন্যপদে Senior Resident (Clinical, Non Clinical, GDMO) পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,৩৩,৬৪০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ 2023 – ESIC Senior Resident Recruitment 2023
নিয়োগ সংস্থা | কর্মচারী রাজ্য বীমা নিগম |
---|---|
পদের নাম | Senior Resident (Clinical, Non Clinical, GDMO) |
মোট শূন্যপদ | ৬১ টি |
বেতন (₹) | ১,৩৩,৬৪০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | কলকাতা |
ওয়েবসাইট | www.esic.gov.in |
রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে কর্মী নিয়োগ 2023 – ESIC Senior Resident Recruitment 2023
ESIC Recruitment 2023 পদের নাম
এখানে ভারত সরকারের শ্রম ও রোজগার মন্ত্রক এর পক্ষ থেকে কর্মচারী রাজ্য বীমা নগমে Senior Resident (Clinical, Non Clinical, GDMO) পদে নিয়োগ করানো হবে।
ESIC Senior Resident Recruitment 2023 মোট শূন্যপদ
ESIC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৬১ টি শূন্যপদ রয়েছে।
ESIC Senior Resident Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা NMC অথবা MCI মেডিকেল ইনস্টিটিউট থেকে MS/MD/DNB স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
ESIC Senior Resident Recruitment 2023 বয়সসীমা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে।
ESIC Senior Resident Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের ১,৩৩,৬৪০/- টাকা বেতন দেওয়া হবে।
ESIC Senior Resident Recruitment 2023 আবেদন পদ্ধতি
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে www.esic.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
- আরও পড়ুন: আই আইই এসটি শিবপুরে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মেট্রো রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতার পোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: সরাসরি ইন্টারভিউ দিয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় চাকরি
- আরও পড়ুন: কলকাতার টাঁকশালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিকে পাশে ভারতীয় নৌসেনায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
ESIC Senior Resident Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করা জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
ESIC Senior Resident Recruitment 2023 ইন্টারভিউ স্থান
ESI – PGIMSR & ESIC Medical College, Joka Diamond Harbour Road, Kolkata- 700104
ESIC Senior Resident Recruitment 2023 ইন্টারভিউ তারিখ
শ্রম ও রোজগার দপ্তরের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ০৫ জুলাই থেকে ০৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত এবং ১০ জুলাই থেকে ১১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত।
ESIC Senior Resident Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৬.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ০৫ জুলাই থেকে ০৭ জুলাই এবং ১০ জুলাই থেকে ১১ জুলাই, ২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: www.esic.gov.in