রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – Damodar Valley Corporation DVC Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। যেসব চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি বিশেষ সুবর্ণ সুযোগ। দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনের ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – Damodar Valley Corporation DVC Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Damodar Valley Corporation (DVC) |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | ৫৬,১০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০১.০৭.২০২৩ |
স্থান | পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড |
অফিসিয়াল সাইট | www.dvc.gov.in |
রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – Damodar Valley Corporation DVC Recruitment 2023
Damodar Valley Corporation DVC Recruitment 2023 পদের নাম
এখানে মোট তিনটি পদে নিয়োগ করা হবে।
- Assistant Engineer (IT)
- Assistant Director (HR)
- Assistant Manager (PR)
Damodar Valley Corporation DVC Recruitment 2023 মোট শূন্যপদ
- Assistant Engineer (IT) – ০৬ টি।
- Assistant Director (HR) – ০২ টি।
- Assistant Manager (PR) – ০২ টি।
সব মিলিয়ে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কাজের অভিজ্ঞতা থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 বয়সসীমা
DVC Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে। তবেই এখানে আবেদন করতে পারবেন।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০ টাকা বেতন দেওয়া হবে।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন:
- প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in -এ ভিজিট করতে পারেন অথবা নীচে দেওয়া ডিরেক্ট লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
- এরপর আবেদন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- ফর্ম পূরণ করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি, আধার নম্বর, ঠিকানার বিবরণ সহ কোন পদের জন্য আবেদন করতে চান সেটি সিলেক্ট করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- এরপর আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণপত্র
- পরিচয়পত্র (আধার/ভোটার/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- চার কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো
- অন্যান্য ডকুমেন্টস
- আরও পড়ুন: আইআইটি খড়্গপুরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের শিশু সুরক্ষা দপ্তরে চাকরি
- আরও পড়ুন: DRDO তে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ছাপাখানায় সুপারভাইজার নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নির্বাচন কমিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন-টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: AIIMS -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনার বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023
Damodar Valley Corporation DVC Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরবর্তীতে ইন্টারভিউয়ের তারিখ ও সময়, স্থান অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।
Damodar Valley Corporation DVC Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৭.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৭.০৬.২০২৩ |
আবেদন শেষ | ০২.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
আবেদন করুন | Apply Now |