সকাল হতে না হতেই বজ্র-বিদ্যুত্-সহ তুমুল বৃষ্টি কলকাতার বুকে। তাতেই বিপত্তি। আচমকা বাজ পড়ে আগুন লেগে যায় শহরের একটি এটিএম-এ। ছুটে আসে দমকল বাহিনী। দু-দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রিত হয় আগুন।
এলাকাবাসীর দাবি,উল্টোডাঙা মেন রোডে বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ বজ্রপাতের ফলে আগুন লেগে যায়।শহরের মধ্যেই বৃষ্টি চলাকালীন হঠাত্ এই অগ্নিকাণ্ড ঘটতে গোটা এলাকায় চাঞ্চ্যল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটে সকাল সাড়ে আটটা নাগাদ। তত্ক্ষণাত্ খবর যায় দমকলে। এরপরে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও বিকল হয়ে যায় বেসরকারি সংস্থার এটিএমটি। বন্ধ করে দেওয়া হয় এটিএম-এর শাটার।এদিন সকালে প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজেছে শহর। একদিকে ছিল আকাশ কালো করে আসা অঝোরে বৃষ্টি অন্যদিকে বজ্রপাত। সেই সময় আচমকাই ঘটে যায় অগ্নিকাণ্ড। কর্মব্যস্ত অফিস এলাকাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও দমকলবাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে দিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।