ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023 – South Central Railway Recruitment 2023: ভারতের দক্ষিণ মধ্য রেল দপ্তরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীদের চাকরির জন্য আবেদন করতে হবে সম্পূর্ন অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে।
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023 – South Central Railway Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | SOUTH CENTRAL RAILWAY |
পদের নাম | বিভিন্ন পদ, বিশদ দেখুন |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | scr.indianrailways.gov.in |
ভারতীয় রেলে কর্মী নিয়োগ 2023 – South Central Railway Recruitment 2023
১) পদের নাম
এখানে Junior Technical Associate (Works) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
এই পদে মোট ১৯ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Civil Engineering এ স্নাতক বা ডিপ্লোমা বা বিএসসি করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
২) পদের নাম
Junior Technical Associate (Electrical/Drawing) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
South Central Railway JTA Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Mechanical/ Electrical/ Electronics Engineering এ স্নাতক বা ডিপ্লোমা করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
- আরও পড়ুন: টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে নন-টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: AIIMS -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে গ্রামীণ ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় নৌ সেনার বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রেলটেল কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এ প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় অর্থমন্ত্রকে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
৩) পদের নাম
Junior Technical Associate S&T (Drawing) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ
এই পদে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Electrical/Electronics/Information Engineering/Computer Science/Computer Engineering বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা অথবা M.Sc Electronics করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
South Central Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি
- উল্লিখিত পদগুলিতে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা এই প্রতিবেদনের নীচে থাকা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে।
- এরপর বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- এরপর যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে মুখবন্ধ খামে ভরতে হবে।
- এরপর সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
- খামের উপরে অবশ্যই “Application for the post of JTA on Contract Basis” লেখাটি উল্লেখ করতে হবে।
South Central Railway Recruitment 2023 আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering), office of Principal Chief Personnel Officer, 4th Floor, Personnel Department, Rail Nilayam, South Central Railway, Secunderabad, Pin:- 500025
South Central Railway Recruitment 2023 আবেদন ফি
- SC/ ST/ OBC/ Women/ EWS/ Minorities – ২৫০/- টাকা।
- অন্যান্য প্রার্থী – ৫০০/- টাকা।
South Central Railway Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৫.০৬.৩০২৩ |
আবেদন শুরু | ০৫.০৬.২০২৩ |
আবেদন শেষ | ৩০.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
অফিসিয়াল আবেদনপত্র | Download PDF |