ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি – WBPDCL Recruitment 2023

WBPDCL Recruitment 2023
WBPDCL Recruitment 2023

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি – WBPDCL Recruitment 2023: পশ্চিমবঙ্গের সে সকল চাকরিপ্রার্থী বিদ্যুৎ দপ্তরে চকারি করতে ইচ্ছুক তাদের জন্য আরও একটি সুখবর। পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থীরা এখানে আগামী ৪ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে? এবং কিভাবে আবেদন করবেন? এই বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি – WBPDCL Recruitment 2023

নিয়োগ সংস্থাWest Bengal Power Development Corporation (WBPDCL)
পদের নামGeologist ও Welfare Officer
মোট শূন্যপদ২ টি
বেতন (₹)৬৩,০০০ – ৮০,০০০/-
চাকরির ধরনচুক্তিভিত্তিক
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটwbpdcl.co.in

পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি – WBPDCL Recruitment 2023

WBPDCL Recruitment 2023 পদের নাম

এখানে পশ্চিমবঙ্গের পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন (WBPDCL) এর পক্ষ থেকে চুক্তিভিত্তিক Geologist এবং Welfare Officer পদে নিয়োগ করা হবে।

WBPDCL Recruitment 2023 মোট শূন্যপদ

WBPDCL এর বিজ্ঞপ্তি অনুসারে উভয় পদে এক জন কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ মোট ২ টি শূন্যপদ রয়েছে –

  • Geologist oncontractual basis – ১টি শূন্যপদ
  • Welfare Officer oncontractual basis – ১টি শূন্যপদ

WBPDCL Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

প্রথম পদে আবেদন করার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন করে থাকা প্রয়োজন। এবং দ্বিতীয় পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা/স্নাতক/পোস্ট গ্র্যাজুয়েশন/ডিপ্লোমা/ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

WBPDCL Recruitment 2023 বয়সসীমা

Geologist oncontractual basis পদে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এবং Welfare Officer oncontractual basis পদে সর্বোচ্চ ৩৭ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

WBPDCL Recruitment 2023 বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৩,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

WBPDCL Recruitment 2023 আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে wbpdcl.co.in ওয়েবসাইটে যাতে হবে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অনলাইনে আবেদন করার পড়ে নিচে Apply Now-তে ক্লিক করতে হবে। এরপর যে পদের জন্য আবেদন করতে চান তার ডান দিকের অ্যাপ্লাই বটনে তে ক্লিক করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনের ডকুমেন্টস আপলোড করতে হবে এবং নিজের ইমেইল এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এরপর সমস্ত তথ্য ভালো করে যাচাই করে দেখে নেওয়ার পর আবেদনটি সাবমিট করতে হবে।

WBPDCL Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

WBPDCL Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

WBPDCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ৪ জুলাই ২০২৪।

WBPDCL Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

WBPDCL Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১২.০৬.২০২৩
আবেদন শেষ০৪.০৭.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: wbpdcl.co.in

Leave a Reply