ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023 – South Eastern Railway Raipur Division Recruitment 2023

South Eastern Railway Raipur Division Recruitment 2023
South Eastern Railway Raipur Division Recruitment 2023
Rate this post

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023 – South Eastern Railway Raipur Division Recruitment 2023: সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে (SECR) -এ প্রচুর শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কিল ইন্ডিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নিচে জানানো হয়েছে।

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023 – South Eastern Railway Raipur Division Recruitment 2023

নিয়োগকারী সংস্থাSouth Eastern Railway, Raipur Division 
পদের নামTrade Apprentice
মোট শূন্যপদবিশদে জানুন
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২২ জুন, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটsecr.indianrailways.gov.in

ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ 2023 – South Eastern Railway Raipur Division Recruitment 2023

South Eastern Railway Raipur Division Recruitment 2023 পদের নাম

Trade Apprentice

South Eastern Railway Raipur Division Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০+২) পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

South Eastern Railway Raipur Division Recruitment 2023 বয়সসীমা

নূন্যতম ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

South Eastern Railway Raipur Division Recruitment 2023 মাসিক বেতন

Apprentices Act – 1961 এবং Apprenticeship Rules – 1962 এর নিয়ম অনুযায়ী নিযুক্ত প্রত্যেক প্রার্থীকে মাসিক ভাতা প্রদান করা হবে।

South Eastern Railway Raipur Division Recruitment 2023 আবেদন পদ্ধতি

  • ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইনে আবেদন করার জন্য www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর আবেদন ফর্ম পূরণ আবেদন সম্পন্ন করতে হবে।

South Eastern Railway Raipur Division Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৩.০৫.২০২৩
আবেদন শুরু২৩.০৫.২০২৩
আবেদন শেষ২২.০৬.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটwww.apprenticeshipindia.gov.in
আবেদন করুনApply Now

Leave a Reply