ITBP সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023 – ITBP Sub Inspector Recruitment 2023: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ ITBP তে মহিলা এবং পুরুষ সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেশের সমস্ত যোগ্য নাগরিক এখানে আবেদন করতে পারবেন। গ্রুপ-বি (Group-B) পোস্টে নিয়োগ করা হবে এখানে। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় নিচে থেকে ভালো করে জেনে নিন।
ITBP সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023 – ITBP Sub Inspector Recruitment 2023
ITBP Recruitment 2023 পদ
সাব ইন্সপেক্টর, গ্রুপ বি (Sub Inspector, Group-B)
মহিলা সাব ইন্সপেক্টর
শূন্যপদ – 1 টি
পুরুষ সাব ইন্সপেক্টর
শূন্যপদ – 1 টি
ITBP Sub Inspector Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
ITBP Sub Inspector Recruitment 2023 বয়সসীমা
20 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 18/06/1998 থেকে 17/06/2003 এর মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
ITBP Sub Inspector Recruitment 2023 বেতন
পে লেভেল 6 অনুসারে 35,400-1,12,400 টাকা অবধি বেতন দেওয়া হবে প্রার্থীদের।
ITBP Sub Inspector Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক স্ট্যান্ডার্ড টেস্ট (PST), লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষার (আরএমই) মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে।
ITBP Sub Inspector Recruitment 2023 নিয়োগের স্থান
প্রয়োজন মতো, দেশের যে কোনও স্থানে অথবা বিদেশে।
ITBP Sub Inspector Recruitment 2023 আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে এখানে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন করার সুবিধার জন্য অফিসিয়াল লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
- আরও পড়ুন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
ITBP Sub Inspector Recruitment 2023 আবেদন ফি
প্রার্থীদের 100 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC, Female, Ex-servicemen দের কোনো আবেদন মূল্য দিতে হবে না।
ITBP Sub Inspector Recruitment 2023 আবেদনের সময়সীমা
এখানে আবেদন চলবে 19/05/2023 তারিখ থেকে 17/06/2023 তারিখ পর্যন্ত।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here