ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ – Indian Railway SECR Bilaspur Recruitment 2023: ভারতীয় রেলে (Indian Railway) শিক্ষানবীশ পদে কাজের দারুন সুযোগ। দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (SECR Bilaspur) বিলাসপুরে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন (Railway Recruitment 2023) করতে বলা হয়েছে।
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীকে অবিলম্বে এই পদের জন্যে আবেদন (Railway Recruitment) করতে বলা হয়েছে। এজন্যে অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। এজন্যে SCER-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে বলা হয়েছে। পাশাপাশি এই লিঙ্কে- secr.indianrailways.gov.in – ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে। গত ৩ মে থেকে এই পদের জন্যে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
আর তা আগামী ৩ তা জুন পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে। এরপর যদিও কোনও আবেদন গ্রাহ্য করা হবে না। মোট ( Railway Bharti) ৫৪৮ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে কারপেন্টার, COPA, ড্রাফ্টসম্যান (সিভিল), ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, পেইন্টার, প্লাম্বার, শীট মেটাল ওয়ার্ক, (Sarkari Naukri) স্টেনো (ইঞ্জি), স্টেনো (হিন্দি), টার্নার, ওয়েল্ডার, ওয়্যারম্যান এবং ডিজিটাল ফটোগ্রাফার এর মতো একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এ ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ
ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ফলে রেলের তরফে আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Railway Recruitment Notification PDF 2023 – ক্লিক করতে বলা হয়েছে। বেশ কয়েকটি পদের জন্যে নিয়োগ করা হবে।
তবে COPA পদের জন্যে ১০০ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই পদের জন্যে আবেদন করতে গেলে নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে আবেদনকারীকে। পাশাপাশি যে পদের জন্যে আবেদন করবেন তাতে ITI/এনসিবিটি সার্টিফিকেট থাকতেই হবে। নুন্যতম ১৫ বছর বয়স থেকে রেলের শিক্ষানবিস এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত করা যাবে এই আবেদন।