সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি 2023 – CCL Apprentice Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী সেন্ট্রাল কোলফিন্ডস লিমিটেড চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে Trade Apprentice এবং Fresher Apprentice পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৬০৮ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন ১৮ জুন ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়ে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি 2023 – CCL Apprentice Recruitment 2023
নিয়োগ সংস্থা | Central Coalfields Limited (CCL) |
---|---|
পদের নাম | Trade Apprentice, Fresher Apprentice |
মোট শূন্যপদ | ৬০৮ টি |
বেতন (₹) | ৬০০০/- থেকে ৭০০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.apprenticeshipindia.gov.in |
সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি 2023 – CCL Apprentice Recruitment 2023
CCL Apprentice Recruitment 2023 পদের নাম
এখানে সেন্ট্রাল কোলফিন্ডস লিমিটেড পক্ষ থেকে Trade Apprentice এবং Fresher Apprentice পদে নিয়োগ করানো হবে।
CCL Apprentice Recruitment 2023 মোট শূন্যপদ
CCL এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৬০৮ টি শূন্যপদ রয়েছে।
CCL Apprentice Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের NCTV থেকে ITI পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
CCL Apprentice Recruitment 2023 বয়সসীমা
এখানে Trade Apprentice পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। Fresher Apprentice পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ২২ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
CCL Apprentice Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Trade Apprentice | ৭০০০/- |
Fresher Apprentice | ৬০০০/- |
CCL Apprentice Recruitment 2023 আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়ে দেখবেন।
- আরও পড়ুন: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ লাইব্রেরিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য বিভাগে বিপুল শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট এ ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক এবং পিয়ন নিয়োগ
CCL Apprentice Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
CCL Trade Apprentice Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ১৮ জুন ২০২৩।
CCL Apprentice Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৩.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২৩.০৫.২০২৩ |
আবেদন শেষ | ১৮.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here