ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

India Post GDS Recruitment 2023 – মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

India Post GDS Recruitment 2023
India Post GDS Recruitment 2023

India Post GDS Recruitment 2023 – মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ: দেশের সরকারি পোস্টাল সংস্থা হল ইন্ডিয়া পোস্ট (India Post)। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই পোস্টাল বিভাগে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে 12 হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এখানে দেশের সমস্ত যোগ্য প্রার্থীরাই আবেদন যোগ্য। যোগ্যতা লাগবে কেবলমাত্র দশম শ্রেণী পাশ। ভারতের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা, চাকরির শর্তাবলী, আবেদন প্রক্রিয়া, নিয়োগের অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পদ্ধতির ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

India Post GDS Recruitment 2023 – মাধ্যমিক পাশে ১২ হাজার শূন্যপদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ

গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। তবে এই GDS এর দুটি ভাগ রয়েছে। ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা BPM ক্যাটাগরি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার বা ABPM ক্যাটাগরি।

India Post GDS Recruitment 2023 শূন্যপদ

সারা দেশের প্রতিটি রাজ্য মিলিয়ে সর্বমোট 12,868 টি শূন্যপদ রয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ রয়েছে 45 টি। কোন রাজ্যে কয়টি শূন্যপদ রয়েছে তা নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে দেখে নিতে পারেন। 

India Post GDS Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

  • এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাশ (Madhyamik Pass) করে থাকতে হবে
  • যে রাজ্যের জন্য আবেদন করবেন, সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সাথে কম্পিউটার দক্ষতা এবং সাইকেল চালাতে জানতে হবে।

India Post GDS Recruitment 2023 আবেদনকারীর বয়সসীমা

18 থেকে 40 বছর বয়সী সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

India Post GDS Recruitment 2023 বেতন

  • BPM ক্যাটাগরির প্রার্থীদের 12,000 থেকে 29,380 টাকা বেতন দেওয়া হয়ে থাকে।
  • অন্যদিকে, ABPM ক্যাটাগরির প্রার্থীদের 10,000 থেকে 24,470 টাকা বেতন দেওয়া হয়ে থাকে।

India Post GDS Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

এখানে, প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের নিয়োগ করা হয়।

India Post GDS Recruitment 2023 আবেদন পদ্ধতি

আবেদন জানাতে হবে অনলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের যাবতীয় তথ্য এবং মাধ্যমিকের বিষয়ভিত্তিক নম্বর আপলোড করে আবেদন মূল্য দিলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

India Post GDS Recruitment 2023 আবেদন ফি

GEN, EWS, OBC পুরুষ প্রার্থীদের কেবল 100 টাকা করে দিতে হবে আবেদন মূল্য বাবদ।

India Post GDS Recruitment 2023 আবেদনের সময়সীমা

  • এখানে আবেদন শুরু হয়েছে 22/05/2023 তারিখে 
  • আবেদন শেষ হবে 11/06/2023 তারিখে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

শূন্যপদের বিবরণ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply