ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের হাসপাতালে গ্রুপ-D চাকরি – D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023
D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023
Rate this post

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের হাসপাতালে গ্রুপ-D চাকরি – D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023: রাজ্যের ডি.এন. দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (D.N.De Homoeopathic Medical College & Hospital) অর্থাৎ D.N.De HMCH, কলকাতাতে ফার্মাসিস্ট, গ্রুপ ডি (Group-D)-এর পদে নিয়োগের জন্য wbhealth.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 26-মে-2023 তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক হবে। বিশদভাবে জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

লিখিত পরীক্ষা ছাড়াই রাজ্যের হাসপাতালে গ্রুপ-D চাকরি – D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023

1. পদের নাম- গ্রুপ ডি (Group D) 

Group D শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

Group D বেতনক্রম

মাসিক 8,000 টাকা করে এখানে প্রার্থীকে বেতন দেওয়া হবে।

2. পদের নাম- ফার্মাসিস্ট (Homoeopathic Pharmacist) 

Homoeopathic Pharmacist শূন্যপদ

এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

Homoeopathic Pharmacist বেতনক্রম

মাসিক 10,000 টাকা করে এখানে প্রার্থীকে বেতন দেওয়া হবে।

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 বয়সসীমা

দুটি পদেই সর্বোচ্চ 64 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

কেবলমাত্র ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 আবেদন পদ্ধতি

বায়োডেটার সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ইন্টারভিউয়ের দিন সঠিক সময়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে। এক্ষেত্রে আগে থেকে অনলাইনে আবেদন করার বা অফলাইনে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাবার কোনো প্রয়োজন নেই। 

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 ইন্টারভিউয়ের স্থান

D. N. De Homoeopathic Medical College & Hospital

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 ইন্টারভিউয়ের তারিখ

  • গ্রুপ ডি পদের জন্য – 17/05/2023 তারিখের সকাল 11 টা।
  • ফার্মাসিস্ট পদের জন্য – 26/05/2023 তারিখের সকাল 11 টা।

D.N.De Homoeopathic Medical College & Hospital Recruitment 2023 নিয়োগের ধরন

এখানের নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তি ভিত্তিক অর্থাৎ Contractual হবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply