ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ 2023 – Axis Bank Staff Recruitment 2023

Axis Bank Staff Recruitment 2023
Axis Bank Staff Recruitment 2023
Rate this post

উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ 2023 – Axis Bank Staff Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অ্যাক্সিস ব্যাঙ্কে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে ও মেয়ে উভয়ই এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে।

উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ 2023 – Axis Bank Staff Recruitment 2023

নিয়োগকারী সংস্থাMAHADEV COTSYN PRIVATE LIMITED
পদের নামAxis Bank Staff
মোট শূন্যপদ৮৯ টি।
বেতন (₹)১৮,৫০০ থেকে ২৯,৫০০
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩১ মে, ২০২৩
অফিসিয়াল সাইটncs.gov.in

উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ 2023 – Axis Bank Staff Recruitment 2023

পদের নাম– অ্যাক্সিস ব্যাঙ্কে যে পদে নিয়োগ করা হবে সেটি হলো – Bank Staff

মোট শূন্যপদ– মোট ৮৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা– Axis Bank Staff Recruitment 2023 -তে আবেদন করার জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা– ১৫.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।

বেতন– এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৮,৫০০ থেকে ২৯,৫০০ টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নেশানাল ক্যারিয়ার সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট ncs.gov.in -এ যেতে হবে অথবা এই প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর Apply অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র পুরন করে সাবমিট করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

নিয়োগস্থল

পশ্চিমবঙ্গ

আবেদনের শেষ তারিখ

  • ৩১ মে, ২০২৩

Important Link

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Now

Leave a Reply