রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি 2023 – West Bengal Power Development Corporation Limited Recruitment 2023: The West Bengal Power Development Corporation Limited (WBPDCL) অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের একটি বিভাগ থেকে বিভিন্ন পদে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না, কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পদের বিবরণ এবং সম্পর্কিত তথ্যের জন্য পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি 2023 – West Bengal Power Development Corporation Limited Recruitment 2023
পদ
1. পদের নাম- জেনারেল ম্যানেজার / General Manager (Mining)
শূন্যপদ
এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
Mining Engineering এ চার বছরের B.E. or B. Tech. Degree / Integrated M. Tech. / Dual-degree B. Tech –M. Tech. programme / B. Sc. –B. Tech. B. Tech ডিগ্রি করে থাকতে হবে। সাথে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোল মাইনে।
বয়সসীমা
সর্বোচ্চ 58 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 1,47,300 থেকে 2,04,500 টাকা বেতন দেওয়া হবে।
2. পদের নাম- ওয়েলফেয়ার অফিসার / Welfare Officer
শূন্যপদ
এখানে 1 টি (SC – 01) শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
ম্যানেজমেন্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা করে থাকলে আবেদন করা যাবে এখানে। সাথে লাগবে কোল মাইনে নূন্যতম 3 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা
সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতনক্রম
প্রার্থীদের মাসিক 63,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
3. পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার / Assistant Manager (Environment)
শূন্যপদ
এখানে 2 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করার জন্য প্রার্থীদের Environmental Engineering এ ডিগ্রি অথবা, কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সাথে Environmental Engineering এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
সর্বোচ্চ 32 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য সমাজ কল্যাণ দফতরে কেস ওয়ার্কার নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে গ্রুপ-C অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় স্টেট ব্যাংকে প্রচুর স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
WBPDCL Recruitment 2023 বেতনক্রম
প্রার্থীদের মাসিক 63,000 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
WBPDCL Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
কলকাতার অফিসে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
WBPDCL Recruitment 2023 আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.wbpdcl.co.in. ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করে দিতে হবে।
আবেদন করার সুবিধার জন্য আবেদনের ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করেই সরাসরি আবেদন করতে পারবেন।
WBPDCL Recruitment 2023 আবেদনের সময়সীমা
এখানে আবেদন জানানোর শেষ দিন 02/05/2023 অর্থাৎ ২ মে ২০২৩ তারিখ।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here