West Bengal Food Safety Officer Recruitment 2022: ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (WBHRB) West Bengal Food Safety Officer Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। West Bengal Food Safety Officer Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ – West Bengal Food Safety Officer Recruitment 2022
রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বেশ কিছু কর্মী নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে বিজ্ঞপ্তি নম্বর R/FSO/28/2022 , ইছুক যোগ্য প্রার্থীরা দপ্তরে ফুড সেফটি অফিসার আবেদনের জন্য জেনি নিন বিস্তারিত।
শুন্যপদের বিবরণ: মোট 44 টি শুন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এর মধ্যে UR 38 টি , SC 2 , SC (EC)2 , ST (E.C.) 01 , OBC-A 1 টি। আবেদন করতে হবে অনলাইনে, এর জন্য প্রার্থীদের https://www.wbhrb.in/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশান করতে ।উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীর যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি অথবা ডেয়ারি টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স /ভেটেরেনারি সায়েন্স / বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজিতে ডিগ্রী অথবা কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রী/ মেডিসিনে ডিগ্রী থাকতে হবে।
আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে চাকরি
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৩৬১২ শিক্ষানবিশ নিয়োগ
আবেদনকারীর বয়স হতে হবে ১লা জানুয়ারী ১৯৮৬ থেকে ১লা জানুয়ারী ২০০১ এর মধ্যে জন্মতারিখ অনুসারে।অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য একটি ই-মেইল ও মোবাইল নাম্বার থাকতে। আবেদনের ফি জমা দিতে হবে ২১০ টাকা যা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন। সাম্মানিক বেতন পাবেন ১২ লেভেল অনুযায়ী ৩৫৮০০ থেকে ৯২১০০ টাকা, এছাড়া থাকবে অন্যান্য ভাতা। আবেদনের শেষ তারিখ হিসাবে জানানো হয়েছে আগামী ১৩/০৫/২০২২ দুপুর ১টা পর্যন্ত। এছাড়া আরো বিস্তারিত জানতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন থেকে।
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
আবেদন করার ফর্ম | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |