ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Western Railways Apprentice Job 2022: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৩৬১২ শিক্ষানবিশ নিয়োগ বিস্তারিত জানুন

Western Railways Apprentice Job 2022
Western Railways Apprentice Job 2022
Rate this post

Western Railways Recruitment 2022: ভারতীয় রেল Western Railways Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Western Railways Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Western Railways Apprentice Job 2022: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৩৬১২ শিক্ষানবিশ নিয়োগ বিস্তারিত জানুন

পশ্চিম রেল (Western Railways) শিক্ষানবিশ (apprentice) পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। শিক্ষানবিশ নিয়োগ করা হবে আইন অনুযায়ী। যোগ্য প্রার্থীরা পশ্চিম রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। বিজ্ঞপ্তি নম্বর RRC/WR/ 01/2022

বয়সসীমা

২৭ জুনের নিরিখে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ ১৫-র নিচে হওয়া যাবে না। আবার ২৪-এর বেশি হওয়া যাবে না। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোনও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্বীকৃত বোর্ডের ( ১০+২ পরীক্ষা পদ্ধতির) দশম শ্রেণি অর্থাৎ ম্যাট্রিকুলেশন বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে।

এছাড়াও ন্যাশনাল কাউন্সিলর ফর ভোকেশনাল ট্রেনিং ( এনসিভিটি)-এর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (ITI) কিংবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এসসিভিটি)-এর প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে

যেসব ট্রেডে নিয়োগ করা হবে, তার মধ্যে রয়েছে ফিটার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), টার্নার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেন্টার (জেনারেল), ইলেটট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক (ডিএসএল),
মেকানিক (মোটর ভেহিকল), প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, অয়্যারম্যান, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ত এসি, মেকানিক এলটি অ্যান্ড কেবল, পাইপ ফিচার, প্লাম্বার, ড্রাফটসম্যান (সিভিল) এবং স্টেনোগ্রাফার।

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে লাগবে ১০০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না। ফি দেওয়া যাবে অনলাইনে ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
এক্ষেত্রে ট্রানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে। যার প্রিন্টআউট নিয়ে রাখতে হবে। আবেদনকারীর বৈধ মেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে।

তবে বিশদ বিবরণের জন্য আবেদনকারীকে আগে পশ্চিম রেলের ওয়েবসাইটে গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

bengaliportal

 

Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply