ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরি বিস্তারিত জানুন

Job in Indian Postal Department
Job in Indian Postal Department

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরি: ভারতীয় ডাক বিভাগ ভারতীয় ডাক বিভাগে চাকরির 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ভারতীয় ডাক বিভাগে চাকরির 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মাধ্যমিক পাশে প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগে আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থীকে হতে হবে ভারতের স্থায়ী বাসিন্দা। ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে অফলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে।

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগে আবেদন করার আগে চলুন বিস্তারিত জেনে নিই যে, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিষয় তথ্য সম্পর্কে।

মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরি বিস্তারিত জানুন

পদের নামস্টাফ কার ড্রাইভার
আবেদনকারীর বয়স সীমা56 বছরের কম
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদনের পদ্ধতিঅফলাইন
আবেদনের শুরুর তারিখ26.05.2022
আবেদনের শেষের তারিখ30.06.2022

পদের নাম

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে।

বয়সসীমা

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে আবেদকারীর বয়সসীমা 56 বছরের কম হতে হবে।

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ

শূন্যপদ

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদের ক্ষেত্রে শূন্যপদ 17 টি।

মাসিক বেতন

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদের ক্ষেত্রে মাসিক বেতন 19,900 টাকা।

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকারি দ্বারা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদন ফি

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে আবেদন অফলাইনে মাধ্যমে করতে হবে। নীচে দেওয়া ফর্মটি ফিলাপ করে আপনার সব অরিজিনাল ডকুমেন্ট জেরক্স করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

O/o The Senior Manager, Mail Motor Service, 134-A, S.K. Ahire Marg, Worli, Mumbai-400018

আবেদনের তারিখ

ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে আবেদনের ক্ষেত্রে শুরু ও শেষের তারিখ হল-

  • আবেদন শুরুর তারিখ: 26.05.2022
  • আবেদন শেষের তারিখ: 30.06.2022

বর্তমান দিনে সরকারি কেন্দ্রীয় বা রাজ্য চাকরির নিয়োগ একে বারেই হচ্ছে না বললেই চলে। কিন্তু আপনি যদি মনে করেন যে, ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে কর্মী হিসাবে ঢুকতে চাই, তাহলে আপনি অফলাইনে ফর্মটি ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেন।

আপনি যদি ভারতীয় ডাক বিভাগে স্টাফ কার ড্রাইভার পদে ঢুকতে চান, তাহলে অফলাইনে ফর্ম ফিলাপ করার আগে অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে নিন।

Important Link

অফিসিয়াল নোটিশClick Here
আবেদনের করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply