West Bengal HS Result 2022: আগামী ১০ জুন প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সকাল ১১টা নাগাদ ফল ঘোষণা করা হবে। মাধ্যমিকের মতোই আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের নম্বর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, বেলা ১১টা থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।
যে ওয়েবসাইটগুলিতে রেজাল্ট জানা যাবে-
www.wbresults.nic.in
www.exametc.com
www.indiaresults.com
দ্রুত রেজাল্ট দেখতে এই পাতাটি সেভ করে রাখুন। আজতক বাংলায় দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। সেভ করে রাখতে উপরের ‘Save’ আইকনে ক্লিক করুন। এছাড়া নিজের পরিচিতদের লিংক পাঠাতে উপরে ‘Copy Link’ বা হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারে সরাসরি শেয়ারও করতে পারেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশে আরও ১ শিক্ষকের চাকরি বাতিল
গতবছর করোনার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। চলতি বছর ২ এপ্রিল দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল। ২৭ এপ্রিল শেষ হয়। হোম সেন্টারেই হয়েছে পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। সংসদ জানিয়েছে, এ বছর ৪৪ দিনের মধ্যেই ফল প্রকাশিত হতে চলেছে।