ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Indian Coast Guard job 2022: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে চাকরি বিস্তারিত জানুন

Indian Coast Guard job 2022
Indian Coast Guard job 2022
Rate this post

Indian Coast Guard job 2022: ইন্ডিয়ান কোস্ট গার্ড (Indian Coast Guard) Indian Coast Guard job 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Indian Coast Guard job 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদেকর্মী নিয়োগের আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মাধ্যমিক পাশে প্রার্থীরা ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে আবেদন করতে পারবে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।  

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে কর্মী নিয়োগে আবেদন করার আগে চলুন বিস্তারিত জেনে নিই যে, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিষয় তথ্য সম্পর্কে।

Indian Coast Guard job 2022: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে চাকরি বিস্তারিত জানুন

পদের নামগ্রুপ-সি (স্টোর কিপার ও লস্কর)
আবেদনকারীর বয়স সীমা18-30 বছর
আবেদনের পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষের তারিখ20.06.2022

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ

পদের নাম

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে স্টোর কিপার ও লস্কর কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ

 ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে শূন্যপদ হল-

পদের নামশূন্যপদ (টি)
স্টোর কিপার2
লস্কর3

বয়সসীমা

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে আবেদকারীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদের ক্ষেত্রে মাসিক বেতন হল-

পদের নামমাসিক বেতন (টাকা)
স্টোর কিপার19,000
লস্কর5,200-20,200

শিক্ষাগত যোগ্যতা

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে আবেদন করতে হলে প্রার্থীকে সরকারি দ্বারা স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকতে হবে। আর প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

নিয়োগের পদ্ধতি

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।  

আবেদনের পদ্ধতি

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে আবেদন অফলাইনের মাধ্যমে করতে হবে। নীচে দেওয়া ফর্মটি প্রিন্ট আউট করার পর সঠিকভাবে পূরণ করে ও সব অরিজিনাল ডকুমেন্টস গুলি দিয়ে খামে মুড়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Commander, Headquarters, Coast Guard Region (North-West), Post Box No.-09, Sector-11, Gandhinagar, Gujarat- 382010. 

আবেদনের তারিখ

ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে আবেদনের ক্ষেত্রে শেষের তারিখ হল-

আবেদন শেষের তারিখ: 20.06.2022

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরি

বর্তমান দিনে সরকারি কেন্দ্রীয় বা রাজ্য চাকরির নিয়োগ একে বারেই হচ্ছে না বললেই চলে। কিন্তু আপনি যদি মনে করেন যে, ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে কর্মী হিসাবে ঢুকতে চাই, তাহলে আপনি অফলাইনে ফর্মটি ফিলাপ করে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিয়ে পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দেন। 

আপনি যদি ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে ঢুকতে চান, তাহলে অফলাইনে আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি ভালো করে দেখে নিন।

bengaliportal

 

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply